বন্ধুত্বের সেরা উপহার;
 অপমান উপহাসে হওয়া জেরবার!
নয় একবার ,হয় শতশতবার।
বন্ধুত্বের সেরা উপহার , 
মিথ্যা সুখের স্মৃতি আর কথার পাহাড় , 
বিশ্বাসে বাড়ানো হাত পুড়ে ছারখার !! 
বন্ধুত্বের প্রিয় উপহার ___
কিছু ঘুম ভাঙা কবিতা আর শব্দ আমার , 
ঘুম ভাঙানিয়া পাখির সুর সমাহার।
বন্ধুত্বের শত উপহার , 
নরম কপোতপাখে উড়ান কাহার ; 
হয়তো নিছক ভুল চোখের আমার ! 
বন্ধুত্বের আরো উপহার ; 
অপবাদ আবিলতায় হয়ে একাকার 
একান্তে রূধিরাশ্রু বয় নিরাকার ॥ 
বন্ধুত্বের যোগ্য উপহার ; 
বন্ধুর মন-মুখে নির্ভুল বিষোদ্গার ! 
অকপট স্নেহের প্রতি উপহার । 
বন্ধুত্বের চরম উপহার ... 
নিষ্ঠুর কশাঘাতে ফেটে চুরমার ! 
একটি কাঁচের মন, হৃদপিন্ড আমার ॥ 
বন্ধুত্বের দামী উপহার , 
সন্দেহ দূর্বাসা বিদ্রুপ -বাহার , 
অকুন্ঠ শুভেচ্ছা তবু রাখি বারবার । 
বন্ধুত্বের সেরা উপহার , 
লজ্জায় ঢাকে মুখ বন্ধুত্ব আমার , 
বন্দী মিথ্যা কারাগারে ; বন্ধুর পথ চলার ... 
বন্ধুত্বের ক্লান্ত উপহার , 
দলিত আজ পদতলে, বলে শেষবার, 
মনুষ্যত্ব নয় এ চরম দর্প! মিথ্যা অহংকার ;!!!!