Thursday, 31 October 2013

তোকে ভেবে

তোকে ছাড়াই তোকে ভেবে,
নিশীথমায়া ভোরে নেভে;
তোর আসনে তোর বিহনে ,
শিশিরের শিহরণে.....
হাওয়ার সাথে সখ্যতায়,
ধরণী তার তৃষ্ণা মেটায়...

কাব্য নয়, সহজ কথা...
তুচ্ছ জীবন ক্ষুদ্র ব্যথা,
সন্দেহের গোলকধাঁধায়,
সবুজপাতা গোলাপকাঁটায়!
শূন্যতাটা মেলে ভাবে...
এমন হলো...কেমন কবে!?

AN UNREALISTIC BUT REAL FEELING.

WITHOUT expectation
WITHOUT greed
WITHOUT luster
WITHOUT need.

Tuesday, 22 October 2013

সেরা উপহার (???????)

বন্ধুত্বের সেরা উপহার;
অপমান উপহাসে হওয়া জেরবার!
নয় একবার ,হয় শতশতবার।

বন্ধুত্বের সেরা উপহার ,
মিথ্যা সুখের স্মৃতি আর কথার পাহাড় ,
বিশ্বাসে বাড়ানো হাত পুড়ে ছারখার !!

বন্ধুত্বের প্রিয় উপহার ___
কিছু ঘুম ভাঙা কবিতা আর শব্দ আমার ,
ঘুম ভাঙানিয়া পাখির সুর সমাহার।

বন্ধুত্বের শত উপহার ,
নরম কপোতপাখে উড়ান কাহার ;
হয়তো নিছক ভুল চোখের আমার !

বন্ধুত্বের আরো উপহার ;
অপবাদ আবিলতায় হয়ে একাকার
একান্তে রূধিরাশ্রু বয় নিরাকার ॥

বন্ধুত্বের যোগ্য উপহার ;
বন্ধুর মন-মুখে নির্ভুল বিষোদ্গার !
অকপট স্নেহের প্রতি উপহার ।

বন্ধুত্বের চরম উপহার ...
নিষ্ঠুর কশাঘাতে ফেটে চুরমার !
একটি কাঁচের মন, হৃদপিন্ড আমার ॥

বন্ধুত্বের দামী উপহার ,
সন্দেহ দূর্বাসা বিদ্রুপ -বাহার ,
অকুন্ঠ শুভেচ্ছা তবু রাখি বারবার ।

বন্ধুত্বের সেরা উপহার ,
লজ্জায় ঢাকে মুখ বন্ধুত্ব আমার ,
বন্দী মিথ্যা কারাগারে ; বন্ধুর পথ চলার ...

বন্ধুত্বের ক্লান্ত উপহার ,
দলিত আজ পদতলে, বলে শেষবার,
মনুষ্যত্ব নয় এ চরম দর্প! মিথ্যা অহংকার ;!!!!