ওরা কেউ বোঝেনা মা মনহীন সব কায়া 
চোখে রঙের আতশবাজি মনমহলে ছায়া 
তারাও তোমার আমিও তোমার ফারাক কেন এতো 
তিনটি তারায় মেপে নিও দুঃখ আমার যত 
ভক্ত নই ভক্তিহীন ক্লান্ত নিশিদিন 
শক্তি আমার অনুমাত্র  সে ও তোমার ঋণ
ক্ষুদ্র আমার নিজের জগৎ দুঃখ নিয়ে বাঁচা 
দুনিয়াদারীর মোকাবেলায় মন নিছকই কাঁচা 
জীর্ণ আমি হৃদয় ক্ষত করছে যে জেরবার 
সন্তানরা নিষ্ঠুর সব বিভেদ যত তোমার
কর্মফল হয়তো আমার হয়তো তোমার মায়া 
দীপ্ত করে দূর কর সব দীনতা সর্বজয়া॥ 
Photo: Collected
 
 