Tuesday 30 December 2014

তোমার নাম জীবন

আমি তোমাকে ভালবাসি
জানি পাবার কথা নয়
মানতেই হয় মেনেও নিয়েছি
ভেবোনা ভাবতে কষ্ট হয়

শরীরী প্রেম নয় এ তো
তুমি নও হাতের রেখায়
নয় কিছুই উথালপাথাল
প্রথম চোখের দেখায

চিরদিনের রইবে কিনা
লুকোচুরি ফিরায়
নিখুঁতভাবে রাখার আশ
মনের শিরায় শিরায়

অনেক দূরের অচিন পথে
অচেনা অবচেতন
মিলিয়ে দেয় প্রাণগুলোকে
নিয়তি ইচ্ছেমতন

মায়া মায়া ছলাকলা
সবই মায়ার ছল
সকাল রোদ মাখায় হাসি
কখনও চোখের জল

কিসের তরে দেখা কথা
পুরনো সংস্কার
কোন সূত্রে মিলছে মানুষ
দেখা হয় বারবার

এমন কেন হয় বলত
কিসের টানে ফেরা
হারিয়েই যাব যদি
মিলছি কেন মোরা

একটাই রূপ কি শুধু
হয় তবে ভালবাসার
কিছুই কেন রয় না ভবে
স্রোত যাওয়া আসার

ক্লান্ত আমি নিয়ে তোমাদের
নিষ্ঠুরতা অধিক
স্বার্থহীন মনটা আমার
ভালবাসার পথিক

ধরে রাখা নয় কাজটা আমার
সব সময়ের খেলা
এক নিমেষে মাথার মণি
উপড়ে পায়ে ফেলা

অকারণে অনাশ্লেষে
দেখো ভালবেসে
আছি আমি থাকব আমি
রাখলে দিনের শেষে

আকর্ষণ বিকর্ষণ
সবই দেখার ভুল
ঝরে পড়ার নিয়তি তবু
বৃন্ত ফোটায় ফুল

চাইনা আমার গন্ধ রূপ
পাগল সুবাস তার
কুড়িয়ে নেব বইয়ের ভাঁজে
পাপড়ি শুষ্কতার

সূর্য্যাস্তে সঙ্গী রব
আমি তার পাশে
তারা কোথাও রইবেনা
যারা আজকে ভালবাসে

অভিশাপ নয় কালের নীতি
ভাঙাগড়ার খেলা
কাল দেখায় শূন্য মাঠ
আজকে রথের মেলা

বলছি যদি একটু শোন
দেখা হবে বছর বারমাসে
অকারণ কারণেই
থেকো, রেখো নিজের পাশে

স্বার্থহীন কায়াহীন
অকপট মনমায়ায়
পাবে তুমি ঠিক আমাকে
শীতল মাসের ছায়ায়..........