Tuesday, 26 May 2015

ব্যর্থ সুধা

অমলরা পায় রাজার চিঠি

সুধা কখনোই নয়,

আশৈশব প্রতীক্ষা তার

ব্যর্থ জীবনময়


এমন নয় ফেলনা কিছু

সময় আছে তার

শ্রান্ত তার দেহখানি

পায়ে কাঁটাতার


রাজার দেশে যাবার তরে

অসীম শক্তি ধরে

ক্লান্তিটাকে শাসন করে

নামে পথের পরে


রাজবাড়ীটা আলোস্নাত

রঙীন ঝলমল

হাসি-আলোয়ান জড়িয়ে সুধা

লুকায় চোখের জল


রাজা বড় সুখবিলাসী

বোঝেন খুশীর সুখ

অগোচরে থাকে চেয়ে

বৃষ্টিভেজা মুখ


জোর করে হাসে সুধা

রাজা খুশীর সওদাগর

ক্ষুদ্র বলে দৃষ্টি তাঁর

পড়েনা তার উপর


সবার তরে দানবীর

সুধার তরে নয়

তার দাবী যে ভীষণ দামী

একমুঠো সময়


রাজামশাই ব্যাস্ত সদাই

অমলদের ভীড়ে

প্রতীক্ষাটা আনকোরা

খালিহাতে ফিরে


Tuesday, 19 May 2015

অ আ ক খ

শহীদ তোমার বুকের রক্তে
কৃষ্ণচূড়া লাল

মুখের বুলি মায়ের ভাষা
বাঁচিয়ে রাখার চরম আশা

জীবন পণ করে তুমি
বাঁচিয়েছিলে কাল

বাংলা আমার তোমার সবার
যখন থেকে গর্ভে

মাতৃভাষা চিনেছি মোরা
স্বীকার করেছি গর্বে

যারা চাইল কেড়ে নিতে
মায়ের মুখের বুলি

বুকের রক্ত বিনিময়ে
নিলে তাদের খুলি

বিপদ আজও কাটেনিকো
বন্দি আজও ভাষা

বিজাতীয় ভেজাল গুলো
করছে যাওয়া আসা

রূধির দিলে কিসের তরে
খেয়াল রাখে কে

ভ্রান্তিবিলাসে বাংলা ভাসে
আজ ....... উনিশে মে॥