Sunday 14 June 2015

হলদে কাগজ

বিবর্ণ সময়ের ধূসর বিকেল একচিলতে মরা রোদে
জীবনের হিসাব এলোমেলো কাঠিন্যতার বোধে
অনেক পুরনো হলদে কাগজ একটি জলছবি
আঁকিয়ে তাকে শুধিয়েছিল , তুই কি আমার হ'বি ?

একেকরকম কথা বলে একেকরকম রং
বলে হয়তো হব তোমার না হয় হব সঙ্
দিনেরাতে রঙের খেলা তখন ছবিতে আলো
হঠাৎ সব ঘেটে গিয়ে রঙদানিটাই কালো

সেই থেকে চলছে খোঁজা ভোরে রাতে রোজ
রঙতুলি সব শুকিয়ে গেছে কেউ রাখেনি খোঁজ
ওঠে যখন ঝড়ো হাওয়া হুহুংকার রণে
হলদে কাগজ ধূলোয় গড়ায় চিলেকোঠার কোনে