Wednesday, 4 November 2015

অপত্য


সম্পর্কগুলো সূর্যোদয়ের মত
সূর্যাস্তে শেষ হয়
মানুষ জন্ম দেয় সম্পর্কের তিলে তিলে
যত্ন করে প্রাণে ধরে লালন করে
সে অর্থে কেউই বন্ধ্যা নয়
কেউ হয়তো সৃষ্টিসুখে হাসে
সবুজ থাকে তার চারপাশে

শুধু কেউ কেউ মৃতবৎসাও হয়
««««««««««»»«»«»»»»»»»