Friday 8 January 2016

Phire Eso

তোমার কাছে প্রথম শেখা
গল্প শোনা ঘড়ি দেখা
ঘরটা তোমার বইয়ের বাজার
পরিপাটির মুখটা ব্যাজার
বাজারের ব্যাগটা হাতে
ঠকায় মুদি হাতেনাতে
মাছটা তোমার ভীষণ প্রিয়
কাব্যে সুরে তুমি স্বকীয়
তুমি হাজার গুণের আকর
চিনল না কেউ করল কদর
তুমি ও বোঝনি জীবনটাকে
ঝরল জীবন হাতের ফাঁকে
তোমার গান তোমার সুর
তোমা হ'তে আজকে সুদূর
জীবনটাকে বুঝলে না তো
জীবন জুড়ে তাই তো ক্ষত
হাতের লক্ষ্মী পায়ে ঠেলে
কি জানি কি হাতড়ে গেলে 
কিসের ভুলে কোন সে ত্রাসে
গ্রাস করল সর্বনাশে
কখনও কি ফিরবে আবার
আজও তোমার আছে পাবার
লেখা আমার রক্তস্রোতে
সবকিছুই তোমা হতে
আমার ত্রুটি হাজার কোটি
স্মৃতিগুলো ধূলায় লুটি
আর্তনাদে দিনে রাতে
কি জানি কার অভিসম্পাতে
মিথ্যে খুঁজছ সত্যি ভুলে
সব ভাল তাই গেছ ভুলে
আমার স্মৃতি খেলনা ট্রেনে
সেবার তুম আনলে কিনে
নিজের হাতে পাততে লাইন
দারুণ ছিলো দিব্যি ফাইন
হারিয়ে গেলো সেই গাড়িটা
সঙ্গে আরও এটা সেটা
বুঝতে চেয়েও হার মেনেছি
তোমায় বুঝে কি পেয়েছি
আশপাশটা অগোছালো
রাখলে বলে পাওনি আলো
আজ আর তোমায় দিচ্ছি না দোষ
বিধাতার হয়তো বা রোষ
শুধু চাইছি ফিরে আসা
তোমার মনের চেনা বাসা
একটু তুমি চেষ্টা কর
চিন্তাগুলোর রাশ টা ধর
চিনতে পারবে চেনা পথ ই
না পারলে ভীষন ক্ষতি
তোমার সাথে আমিও যাব
অন্ধকারে পথ হারাবো
এমন কখনও ছিলো না তো
গল্পের শেষ ভালোই হতো
তোমার মতো পারিনা লিখতে
তুমি হলে কেমন লিখতে
সবকিছুই জানার বাকি
মাঝপথে দিচ্ছ ফাঁকি
নিশির ডাকে চলছ ঘোরে
দয়া করে ফিরো ভোরে
আগের মতই থেকো নাহয়
তাতে আর এমন কি হয়
আগের মতই এলোমেলো
আগের মতই গল্প বলো