Monday, 21 January 2019

অনুরোধ

তোমার জন্যে আমার প্রেম প্রেম ভাব আসে না কিন্তু তোমার প্রেমের গানে মরূহৃদপাথারে বৃষ্টি নামে, দৃষ্টি ঝাপসা হয়। কিন্তু কোনভাবেই তোমার জন্যে নয় মন হয়ত বিক্রীত বিনা দামে অন্য কোনখানে! তাই বলে ভেবো না ভালই বাসি না, বাসি। তবে তোমরা কিনা প্লেটনিকে অবিশ্বাসী? 🙂 যাই হোক অনেক আছে তোমার জন্যে যারা প্রাণটাও দিয়ে দেবে আমার মত পোড়াকপালদের মরতেও হয় মেপে। তা যা বলছিলাম, করছ ভালোই বুঝলে? কিন্তু তোমার মত তুমিটাকে পাচ্ছি না আর খুঁজলে আরেক বার কাঁদতে চাই আগের মত করে এমন করে জ্বালিয়ে দিও যেন শহরটা মনে পড়ে এমনতর কষ্ট দিও তোমার কোন গানে বজ্রশেল হানে যেন হৃদয়বীণার তানে কষ্টটাকে মিস করছি বড্ড বেশী মত মন চাইছে সৌল্লাসে জাগুক জীর্ণ ক্ষত অনেক দিন দেখিনি তাকে হয়নি করা যতন বাক্সবন্দী অনেক দিন আমার গুপ্তধন এমন করে জাগিও তাকে যেন বিষে না রয় ফাঁকি অনেক ঝড় এখনো হয়তো বয়ে যাওয়ার বাকি সেই দূর্যোগে কুটিকুটি ছিন্ন হব যখন তোমাকে-তাকে বাসব ভালো আলাদা আলাদা মতন।। [Image 21.jpg]