শহীদ তোমার বুকের রক্তে 
কৃষ্ণচূড়া লাল 
মুখের বুলি মায়ের ভাষা 
বাঁচিয়ে রাখার চরম আশা 
জীবন পণ করে তুমি 
বাঁচিয়েছিলে কাল
বাংলা আমার তোমার সবার 
যখন থেকে গর্ভে 
মাতৃভাষা চিনেছি মোরা 
স্বীকার করেছি গর্বে 
যারা চাইল কেড়ে নিতে 
মায়ের মুখের বুলি 
বুকের রক্ত বিনিময়ে 
নিলে তাদের খুলি 
বিপদ আজও কাটেনিকো
বন্দি আজও ভাষা 
বিজাতীয় ভেজাল গুলো 
করছে যাওয়া  আসা 
রূধির দিলে কিসের তরে 
খেয়াল রাখে কে 
ভ্রান্তিবিলাসে বাংলা ভাসে 
আজ ....... উনিশে মে॥
আজ ভারতবর্ষের ভাষা শহীদ দিবস।
আজকের দিনে 19 শে মে, 1961 এ মাতৃভাষা বাংলার তরে ব্রিটিশদের গুলিতে প্রাণাহূতি দেন আসামের বরাক উপত্যকার বাংলা মায়ের এগারোজন বীর কিশোর সন্তান। তাঁদের কাছে আমরা চিরঋণী প্রজন্মক্রমে। 
বরাকভূমীর বাংলা ভাষা শহীদদের জানাই শতকোটি প্রণাম। 🙏🙏🙏
