Saturday 18 May 2019

উনিশে মে

শহীদ তোমার বুকের রক্তে
কৃষ্ণচূড়া লাল
মুখের বুলি মায়ের ভাষা
বাঁচিয়ে রাখার চরম আশা
জীবন পণ করে তুমি
বাঁচিয়েছিলে কাল

বাংলা আমার তোমার সবার
যখন থেকে গর্ভে
মাতৃভাষা চিনেছি মোরা
স্বীকার করেছি গর্বে

যারা চাইল কেড়ে নিতে
মায়ের মুখের বুলি
বুকের রক্ত বিনিময়ে
নিলে তাদের খুলি

বিপদ আজও কাটেনিকো
বন্দি আজও ভাষা
বিজাতীয় ভেজাল গুলো
করছে যাওয়া  আসা

রূধির দিলে কিসের তরে
খেয়াল রাখে কে
ভ্রান্তিবিলাসে বাংলা ভাসে
আজ ....... উনিশে মে॥

আজ ভারতবর্ষের ভাষা শহীদ দিবস।
আজকের দিনে 19 শে মে, 1961 এ মাতৃভাষা বাংলার তরে ব্রিটিশদের গুলিতে প্রাণাহূতি দেন আসামের বরাক উপত্যকার বাংলা মায়ের এগারোজন বীর কিশোর সন্তান। তাঁদের কাছে আমরা চিরঋণী প্রজন্মক্রমে।
বরাকভূমীর বাংলা ভাষা শহীদদের জানাই শতকোটি প্রণাম। 🙏🙏🙏