Tuesday, 26 January 2021

প্রেম বনাম ভালোবাসা

প্রেম জিনিসটা খুবই রগরগে। সহজে উৎপন্ন হওয়া উত্তেজনাময় আকর্ষণভিত্তিক চঞ্চল সুখী এডভেঞ্চার, যার তীব্রতা চরম আর স্থায়িত্ব ক্ষণজীবী, প্রত‍্যাখ‍্যানে উগ্র বেশীরভাগ ক্ষেত্রে।
এবং অহংকার, হিংসা, লোভ, চাহিদা, ঘৃণা, স্বার্থপরতার উর্দ্ধে নয়। মন উঠে গেলে মন নূতন ঠিকানা ঠিকই খুঁজে নেয়।

ভালোবাসার গতি ধীর। সাবলীল ও স্নেহশীল গতি। দেনা পাওয়ার হিসাবে কাঁচা। সময় নিয়ে বোঝাপড়া নিয়ে গড়ে ওঠা একটা আন্তরিক মায়ার বাঁধন। যার শিকড় ছড়িয়ে পড়ে মননের গভীর থেকে গভীরতর স্তরে। সুখের স্বার্থ সেখানে গৌণ। ভালবাসতে পারার শান্তিই মনকে আগলায় ইতিবাচক চিন্তন নিয়ে। প্রত‍্যাখান সেখানে দুঃখ আনলেও ঘৃণা ও প্রতিহিংসার আগুন প্রত‍্যাখানকারীকে জ্বালিয়ে খাক করতে চায় না। আর মন? একাকি হয়ে যাবার পড়েও পুরোনো মুখটাই আঁকা রয়ে যায় মনের ক‍্যানভাসে। ভালবাসা সেই ক‍্যানভাসকে কখনও ফিকে হ'তে দেয় না, ঝেড়েমুছে যত্নে ধরে রাখে মনের মনিকোঠায় ছবির মানুষটা বদলে দূরে সরে হারিয়ে যাবার পরেও। তারও পরে। আরও পরেও। অ___নে____ক পরেও। মনে থাকে তিক্ত অভিজ্ঞতা গুলো। কিন্তু মন মনে রাখে ভাল সময়টাকে। অতীতের কোন ভাল মূহুর্তকে সে নূতন করে বাঁচে, তাকে ছাড়াই তাকে ভেবে। কোন পুরোনো মজার স্মৃতিচারণে মানুষ একাই হেসে ফেলে, তারপর হাসতে হাসতেই কেঁদে ফেলে চটক ভেঙ্গে বাস্তবে ফিরে। অনেকটা মা চলে যাবার পরেও মায়ের শাড়ীতে মায়ের গন্ধ খোঁজার মত কষ্টের, সুখের, কষ্টের।
মন সেখানে বাতিল হবার পরেও নিঃস্বার্থ। মঙ্গলকামী।

ভালোবাসার অত গভীরতা, অত মায়া, অত ধৈর্য্য, অত সুনিপুন স্থায়িত্বের সহনশীলতা প্রেমের কোথায়??
তবে হ‍্যাঁ, যদি প্রেম সেই সীমান্ত স্পর্শ করতে পারে তখন তারও নাম হতে পারে ভালোবাসা।

তা না হলে,
প্রেম সমুদ্রতটে বালিতে লেখা নাম, যা এক পলেই ছোট ঢেউয়ে ধুয়ে যায়।

আর ভালোবাসা,
পাথরের বুকে খোদাই করা নাম, যা পাথর ফেটে গেলেও বা শ‍্যাওলায় ঢাকা পড়লেও ঠিক রয়ে যায়।

প্রেমে সহস্রবার পড়া যায়। ভালোবাসায় নয়।

Romance is temporary.
Love is permanent.

Romance is an emotional feeling of love for, or a strong attraction towards another person, and the courtship behaviors undertaken by an individual to express those overall feelings and resultant emotions. In romance, when one is out of sight he/she is out of mind. Romance is loud & demanding.

Love encompasses a range of strong and positive emotional and mental states, from the most sublime virtue or good habit, the deepest interpersonal affection, to the simplest pleasure. In love, things end, but memories stay alive..ever. Love is calm, subtle & self-abnegating.

Romance fells for you...
Love grows for you with affection...little by little......