Monday, 20 October 2025

স্রোতস্বিনী

আমার ভুল বানানের মেসেজগুলো
তুমি পড়েছো বহুৎ বার
কথা ও ছিলো মনের ভুল
কোথাও টাইপিং এরর

তুমিই সেই একলা সেই
এই পৃথিবীর ভীড়ে
যার স্মৃতি নিয়ে গতি
ঝরছে আঁখি নিরে

তুমিও আর সবার মতই
বেশ খানিকটা খারাপ
তবু রেখে গেছো হৃদপাথরে
তোমার পায়ের ছাপ

কখনই বোকা নই
ছিলাম নাকো অন্ধ
পারিনি ভাসতে স্রোতে আমার
লাগতো বড় মন্দ

ছাড়ো আর কি হবে আজ
স্মৃতির দেহ খুঁড়ে
আছে তারা তারার মত
মনের আকাশ জুড়ে

আকাশ দেখা সস্তা নয়
আছে অনেক ঝুঁকি 
মাঝে মাঝে উল্কাপতন
দেখতে হয় বৈকি

হাজার ঝঞ্ঝা পেরিয়ে কেন
কয়েক দশক পরে
যারা এসে ফিরে যায়
তাদের মনে পড়ে

হাত ধরে শিখিয়ে গেলে
কেমন হ'তে নেই
আমি আজও রয়ে গেছি
ঠিক যেই কে সেই

খারাপ এই দুনিয়াতে
তবুও তুমিই খারাপ সবচে' কম
আমার বলা লাখো কথা
শুনতে যে হরদম

তবুও যেন আসলে তোমায়
হয়নি কিছুই বলা
আমার কথা স্রোতস্বিনী
অবিরাম বয়ে চলা

রূপ-কাম-অর্থ-মোহ
সবই তুচ্ছ লাগে
অন্তহীন বলা শোনা
এই চাহিদাই আগে

তবুও বুঝি এটুকু লোভ
সহ‍্য হয়নি বিধাতার
বিশ্বাস কর তোমার চেয়েও অনেক বেশী
সে দোষ ধরেছে আমার


আজও তাই হাতড়ে বেড়াই
না শোনা-বলা অনেক অনেক কথা
সাঁতরাতে গিয়ে তলিয়ে পাই
ঠাঁই শীতল নীরবতা।।

                                       🖋@মহুয়া