Monday 19 May 2014

How I Look At The Sky

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবরণে ফসলের ঘুম তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের নীল বন্দরে ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখ দিও তোমার মালা খানি বাউল এর এই মন টা রে

Friday 16 May 2014

অচেনা সময়

সে সময় হারায়ে গেছে দূরের দেশে
চেনা পথ মাড়িয়ে কোন অচিন বেশে
আমার কাছে রইল ভাঙা ডিঙি খানি
একসাথে আর বাইব না এটুক জানি
অনেক গান বাঁধার ছিল রইল পড়ে
খেলাঘর ছাই হয়ে আজ ধোঁয়ায় ওড়ে
চেনা রং অচিন কেবল ধূসর আকাশ
আজকে আর ফিরে যাবার নেই অবকাশ
একটু চেনা খুঁজেছিলাম তন্নতন্ন
বারুদগন্ধ বাতাসে তার নেই চিহ্ন
বিন্দুমাত্র পাইনা আর সেই সময়কে
সে আজ অপরিচিত অন্য ছকে

Thursday 8 May 2014

Dream...or Illusion!

অদ্ভুত দেখলাম স্বপ্নটা
এই ভোরের রাতে ...

এখনও স্পষ্ট তীব্র সে
অনুভবের হাতে ...

কি আর ক্ষতি হত এমন ...
যদি স্বপ্ন সত্যি হ'ত
কি আর ক্ষতি হত
কারো
যদি স্বপ্ন সত্যি আমার হত .....






Wanted to click d darkness. And the resolution also became absolutely dark.. then I imposed some experiments(!) :-)