সে সময় হারায়ে গেছে দূরের দেশে
চেনা পথ মাড়িয়ে কোন অচিন বেশে
আমার কাছে রইল ভাঙা ডিঙি খানি
একসাথে আর বাইব না এটুক জানি
অনেক গান বাঁধার ছিল রইল পড়ে
খেলাঘর ছাই হয়ে আজ ধোঁয়ায় ওড়ে
চেনা রং অচিন কেবল ধূসর আকাশ
আজকে আর ফিরে যাবার নেই অবকাশ
একটু চেনা খুঁজেছিলাম তন্নতন্ন
বারুদগন্ধ বাতাসে তার নেই চিহ্ন
বিন্দুমাত্র পাইনা আর সেই সময়কে
সে আজ অপরিচিত অন্য ছকে
No comments:
Post a Comment