আর কত বিক্রি হবে নারী তোমার সত্তা 
তোমার দাম ওজনদরে চলছে বিক্রি-বাট্টা  
কেনা বেচা চলছে রোজ বিকৃত সমাজে 
বাপ তোমায় খাচ্ছে বেচে বহুবিবাহের লাজে 
সন্তানাদি পোকামাকড় হাজার কুড়ি গন্ডা 
ঢাকতে অভাব বেচছে বাপ নিচ্ছে দালাল গুন্ডা 
দেশের নাকি অর্থনীতি দুর্বলতায় কাঁদে 
রপ্তানি তাই ত নারী কানাগলির ফাঁদে 
ভাগাড়ের দালাল সব দিচ্ছে মাকে ভোগে 
নেতামন্ত্রী নীরব অতি 'ধৃত-রাষ্ট্র' রোগে 
বৈদ্যুতিন মনোরঞ্জন দেশের ঘরে ঘরে
নিষিদ্ধ রঙিন বাতাস নিচ্ছে শ্বাস জোরে 
সস্তা পন্য নারী মাংস মধ্যযুগের থাবা 
সর্বত্র সহজলভ্য পথের পাশে ধাবা 
বাতাস ঝড়ো ভয়াবহ বিষাক্ত তার কালি 
বুদ্ধিজীবি হিজড়েরা সব মারছে হাতে তালি 
তীব্র বেগে ছুটছে সমাজ লক্ষ্য রসাতল 
পুরো সমাজ করবে গ্রাস পাপের রোষানল
এভাবেই চললে দিন রইবে না দূর বাকি  
কাদায় পড়ে গোটা সমাজ করবে মাখামাখি 
যেটুকু আড়াল আজো রক্ষাকবচ তার 
একবার হারায় যদি সব একাক্কার 
অন্ধ সেজে সুখী সব শিক্ষিত সমাজ 
গা বাঁচিয়ে থাকছ কাল পড়বে মাথায় বাজ 
লোভটা এবার একটু কমাও থাকবে তবু সুখে 
মা-বোনের রক্ত আর কত মাখবে চোখে মুখে!!? 
মন্ত্রী-সান্ত্রী সাধারণ লজ্জা কারো নাই 
জিহ্বা লোল নিজের হাতে মাখছে মুখে ছাই 
কৃত্রিমতার চাদর পেতে সাজায় কালো বাজার 
গুদামে পচছে চাল বাইরে গরীব হাজার 
লংকা গেলে সবাই রাবণ পেশায় মাতব্বর 
মনুষ্যত্বের গালে রোজ কষাচ্ছে থাপ্পর
লোভ তাদের রন্ধ্রে রন্ধ্রে মুখে পড়ে না ছাপ 
রক্ত যাদের শিরায় শিরায় হাইপ্রোফাইল পাপ 
দেশের সুদিন আনবে কারা কল্পনার অতীত 
কাদের তৈরী ভ্রষ্টাচারে কল্পনারা পতিত! 
সন্ধ্যা নামলে সীমান্তে বিকিকিনি শুরু 
একটি নারী ওদিকে যায় এদিকে দশটি গরু!