Wednesday 23 July 2014

নীড়

জমিয়ে ছিলাম জানি
খরকূটো জামদানি
এবাড়ি ওবাড়ি হয়ে
বাতাসের পিঠ বেয়ে
কখনও জীর্ণ শাখে
তৃণ বেঁধেছি পাখে

সঞ্চয় হলে সারা
খুশীতে পাগলপারা
কিছু শুকনো ঘাস
ঘর বাঁধার রাশ
কায়দা নিচ্ছি চিনে
কিকরে সব বোনে

পারিনি অতশত
বাবুই পাখির মত
তবু নিয়েছি গড়ে
নিজের মতন করে
যখন একটু বাকি
দেখি কালবৈশাখী

ঝড়ের দাপটে লুটি
কুড়েঘর কুটিকুটি
ভালোই হল বটে
যোগ্য নই মোটে
জমিহীন জমিদারি
বিষম বলিহারি

আজও চোখে পড়ে
কিছু চিহ্ন আছে পড়ে
ঘর কি সবার সয়
আমার কম্ম নয়
সেই যে পাখির ঘর
অগোছালো অতঃপর...

No comments:

Post a Comment