Wednesday, 4 November 2015

অপত্য


সম্পর্কগুলো সূর্যোদয়ের মত
সূর্যাস্তে শেষ হয়
মানুষ জন্ম দেয় সম্পর্কের তিলে তিলে
যত্ন করে প্রাণে ধরে লালন করে
সে অর্থে কেউই বন্ধ্যা নয়
কেউ হয়তো সৃষ্টিসুখে হাসে
সবুজ থাকে তার চারপাশে

শুধু কেউ কেউ মৃতবৎসাও হয়
««««««««««»»«»«»»»»»»»

Monday, 6 July 2015

মন

এক লাগামছাড়ার গল্প বলছি শোন
চাই না তার চিলেকোঠার কোণ

তার আকাশ পানে রাখা দুটি চোখ
ঝড় বৃষ্টি বা রোদ যাই হোক

কালো মেঘ আসতে পারে ভেবে
ইচ্ছেডানা যায়না তবু চেপে

বাজ পড়ে কখনো ওঠে ঝড়
বুদ্ধিহীনটা তাতেই সড়গড়

বিজলি আলো ইন্দ্রজালের মত
তাই দেখে ভুলে যায় সব ক্ষত

আগুনে পোড়ে না জলে ভিজে না
নিজেকে বুঝেও বোঝে না

হাসে কাঁদে কখনও ছুটে তেপান্তর
অন্তরে অন্তরঙ্গ প্রশ্ন অবান্তর 

খামখেয়ালী খেলাই যার পণ
আর কেউ নয় সে নিছকই মন

Sunday, 14 June 2015

হলদে কাগজ

বিবর্ণ সময়ের ধূসর বিকেল একচিলতে মরা রোদে
জীবনের হিসাব এলোমেলো কাঠিন্যতার বোধে
অনেক পুরনো হলদে কাগজ একটি জলছবি
আঁকিয়ে তাকে শুধিয়েছিল , তুই কি আমার হ'বি ?

একেকরকম কথা বলে একেকরকম রং
বলে হয়তো হব তোমার না হয় হব সঙ্
দিনেরাতে রঙের খেলা তখন ছবিতে আলো
হঠাৎ সব ঘেটে গিয়ে রঙদানিটাই কালো

সেই থেকে চলছে খোঁজা ভোরে রাতে রোজ
রঙতুলি সব শুকিয়ে গেছে কেউ রাখেনি খোঁজ
ওঠে যখন ঝড়ো হাওয়া হুহুংকার রণে
হলদে কাগজ ধূলোয় গড়ায় চিলেকোঠার কোনে

Tuesday, 26 May 2015

ব্যর্থ সুধা

অমলরা পায় রাজার চিঠি

সুধা কখনোই নয়,

আশৈশব প্রতীক্ষা তার

ব্যর্থ জীবনময়


এমন নয় ফেলনা কিছু

সময় আছে তার

শ্রান্ত তার দেহখানি

পায়ে কাঁটাতার


রাজার দেশে যাবার তরে

অসীম শক্তি ধরে

ক্লান্তিটাকে শাসন করে

নামে পথের পরে


রাজবাড়ীটা আলোস্নাত

রঙীন ঝলমল

হাসি-আলোয়ান জড়িয়ে সুধা

লুকায় চোখের জল


রাজা বড় সুখবিলাসী

বোঝেন খুশীর সুখ

অগোচরে থাকে চেয়ে

বৃষ্টিভেজা মুখ


জোর করে হাসে সুধা

রাজা খুশীর সওদাগর

ক্ষুদ্র বলে দৃষ্টি তাঁর

পড়েনা তার উপর


সবার তরে দানবীর

সুধার তরে নয়

তার দাবী যে ভীষণ দামী

একমুঠো সময়


রাজামশাই ব্যাস্ত সদাই

অমলদের ভীড়ে

প্রতীক্ষাটা আনকোরা

খালিহাতে ফিরে


Tuesday, 19 May 2015

অ আ ক খ

শহীদ তোমার বুকের রক্তে
কৃষ্ণচূড়া লাল

মুখের বুলি মায়ের ভাষা
বাঁচিয়ে রাখার চরম আশা

জীবন পণ করে তুমি
বাঁচিয়েছিলে কাল

বাংলা আমার তোমার সবার
যখন থেকে গর্ভে

মাতৃভাষা চিনেছি মোরা
স্বীকার করেছি গর্বে

যারা চাইল কেড়ে নিতে
মায়ের মুখের বুলি

বুকের রক্ত বিনিময়ে
নিলে তাদের খুলি

বিপদ আজও কাটেনিকো
বন্দি আজও ভাষা

বিজাতীয় ভেজাল গুলো
করছে যাওয়া আসা

রূধির দিলে কিসের তরে
খেয়াল রাখে কে

ভ্রান্তিবিলাসে বাংলা ভাসে
আজ ....... উনিশে মে॥