এক লাগামছাড়ার গল্প বলছি শোন 
চাই না তার চিলেকোঠার কোণ 
তার আকাশ পানে রাখা দুটি চোখ 
ঝড় বৃষ্টি বা রোদ যাই হোক 
কালো মেঘ আসতে পারে ভেবে 
ইচ্ছেডানা যায়না তবু চেপে 
বাজ পড়ে কখনো ওঠে ঝড় 
বুদ্ধিহীনটা তাতেই সড়গড় 
বিজলি আলো ইন্দ্রজালের মত 
তাই দেখে ভুলে যায় সব ক্ষত
আগুনে পোড়ে না জলে ভিজে না 
নিজেকে বুঝেও বোঝে না 
হাসে কাঁদে কখনও ছুটে তেপান্তর
অন্তরে অন্তরঙ্গ প্রশ্ন অবান্তর  
খামখেয়ালী খেলাই যার পণ
আর কেউ নয় সে নিছকই মন 
 
No comments:
Post a Comment