Tuesday, 28 July 2015
Monday, 6 July 2015
মন
এক লাগামছাড়ার গল্প বলছি শোন
চাই না তার চিলেকোঠার কোণ
তার আকাশ পানে রাখা দুটি চোখ
ঝড় বৃষ্টি বা রোদ যাই হোক
কালো মেঘ আসতে পারে ভেবে
ইচ্ছেডানা যায়না তবু চেপে
বাজ পড়ে কখনো ওঠে ঝড়
বুদ্ধিহীনটা তাতেই সড়গড়
বিজলি আলো ইন্দ্রজালের মত
তাই দেখে ভুলে যায় সব ক্ষত
আগুনে পোড়ে না জলে ভিজে না
নিজেকে বুঝেও বোঝে না
হাসে কাঁদে কখনও ছুটে তেপান্তর
অন্তরে অন্তরঙ্গ প্রশ্ন অবান্তর
খামখেয়ালী খেলাই যার পণ
আর কেউ নয় সে নিছকই মন
Subscribe to:
Posts (Atom)