Wednesday, 31 July 2019

গল্পহীন

লিখব বললেই লেখা  যায় নাকি
যখন জীবন জুড়ে আবিলতা
শুকনো দোয়াত রংচটা পাত
কলম খোঁজে কথকতা

ভাবছিলাম গল্প লিখব
মাথায় অনেক প্লট
কিন্তু সত্যিগুলো এলোমেলো
কেবলই পাকায় জট

সংলাপগুলো কানে বাজে
সবার আলাদা ভীড়ের মাঝে
বক্তা ভিন্ন শ্রোতা একই
গল্পেরা সব ভীষণ মেকি

পাঠকের চাই খুচরো খুশী
আমার কাছে কোথায় বেশী
প্রেক্ষাপটে জালবিস্তার
করলে সত্যি পায়না নিস্তার

সত্যি পারেনা করতে জয়
স্বপ্নের রাজ্যে তার পরাজয়
অপ্রিয় বাস্তব হার মেনে যায়
খোরাক জোগানো লেখকের দায়

ইতিবাচক হতেই হবে
বাস্তব থেকে পালায় সবে
সবার চাই হ্যাপি এন্ডিং
আমার গল্পেরা তাই আজো পেন্ডিং

No comments:

Post a Comment