Thursday, 7 November 2019

যখন দুঃসময়

ভুলগুলো কখনো ভুল
কখনো আবার পাপ
কান্না রাগ কিংবা হয়তো
রক্ত চাপ চাপ

তোমার কষ্ট সবটুকুই
হয়তো আমার জন্য
আদিম পৃথিবীতে
হাত পেতে হচ্ছ বিপন্ন

দুই চোখে চেয়ে থাকে
অসহায় দুটো মুখ
সুযোগ বুঝে  পিশাচের দল
লুটতে চায় সুখ

কেউ হাসে কেউ ঠকায়
চক্রান্ত তলে তলে
দুঃসময়ে পিপড়েরাও
কামড়ায় দলে দলে

কেন তোমরা জটিল হলে না
কেন এতটাই সরল
শিখালেনা দুনিয়াদারি
নিচ্ছি রোজ গরল

কেউ ভাবছে করবে শিকার
কেউ ভাবছে করছি
সারাটা জীবন দুঃসময়
তাই নীরবে গুমরে মরছি

অন্যায়ীরা দলে ভারী
একসুর একজোট
সতের ভাত কবেই জোটে
সদাই দলছুট

জীবন থেকে মৃত্যু সহজ
তবু বাঁচতে হয়
মিথ্যা অপবাদ কর্মফল
সবটাই গায়ে সয়।।

No comments:

Post a Comment