মন যখন বিবশ বিকল
আত্মমোহে অন্ধ
সন্দেহের ঘেরাটোপে
জানলা দরজা বন্ধ
সূর্য্যটাকে রাখছে ঢেকে
দিয়ে চোখে আঙুল চাপা
বলছে দিন নেই তো কোথাও
কি অন্ধকার বাবা
গঙ্গাজলে কত পোকা
কি দূষিত যে
লোকে বলে পাপহরা
বোঝে নি বোকারা
আসলে নোংরা জল
পড়ে গেছে ধরা
হু হু বাবা আমি পড়তে জানি
ধরতে জানি
কে আমার মত পারে?
সে নিজেই পড়ল ধরা
কে বোঝায় তারে
May Almighty Forgive!!