Saturday 13 February 2021

ধৃত



মন যখন বিবশ বিকল
আত্মমোহে অন্ধ
সন্দেহের ঘেরাটোপে
জানলা দরজা বন্ধ 

সূর্য‍্যটাকে রাখছে ঢেকে
দিয়ে চোখে আঙুল চাপা
বলছে দিন নেই তো কোথাও 
কি অন্ধকার বাবা

গঙ্গাজলে কত পোকা
কি দূষিত যে
লোকে বলে পাপহরা
বোঝে নি বোকারা
আসলে নোংরা জল
পড়ে গেছে ধরা

হু হু বাবা আমি পড়তে জানি
ধরতে জানি 
কে আমার মত পারে?
সে নিজেই পড়ল ধরা
কে বোঝায় তারে 

May Almighty Forgive!!

প্রার্থনা

হে গোপীনাথ মধুসূদন 
শান্ত কর মন
সংসার গরলে সে
দংশিত অনুক্ষণ

জানি সবই কৃতকর্ম
বিগত জন্মের পাপ
কালকের কালো ছায়া
আজকে ফেলছে ছাপ

মূঢ় অন্ধ জীবাত্মা
কর্মফলে ভারী
মুক্তি কিংবা শক্তি দাও
মুকুন্দ মুরারী

দৃষ্টি আছে নেই জ‍্যোতি
হৃদয়ে হলাহল
চারিদিকে বিষবাষ্পের
অশ্রাব‍্য কোলাহল

হয় করে দাও অন্ধ বধির
নয় করে দাও জড়
মন-মস্তিষ্কে ভীষণ প্রলয়
হালটা তুমিই ধর।।