হে গোপীনাথ মধুসূদন
শান্ত কর মন
সংসার গরলে সে
দংশিত অনুক্ষণ
জানি সবই কৃতকর্ম
বিগত জন্মের পাপ
কালকের কালো ছায়া
আজকে ফেলছে ছাপ
মূঢ় অন্ধ জীবাত্মা
কর্মফলে ভারী
মুক্তি কিংবা শক্তি দাও
মুকুন্দ মুরারী
দৃষ্টি আছে নেই জ্যোতি
হৃদয়ে হলাহল
চারিদিকে বিষবাষ্পের
অশ্রাব্য কোলাহল
হয় করে দাও অন্ধ বধির
নয় করে দাও জড়
মন-মস্তিষ্কে ভীষণ প্রলয়
হালটা তুমিই ধর।।
No comments:
Post a Comment