Thursday, 20 May 2021

বিলম্বিত উনিশে মে

ভুলে গেছি উনিশে মে
এবার এমন হলো
মহামারীর বাজার ভারী ভোলায়
মায়ের চোখের জল ও?

মাতৃভাষা অশ্রুসিক্ত 
স্নিগ্ধ পরশ তাহার
না জানি কে তাহারে
কখন করে প্রহার

লাজ লাগে বাঙালিদের
ডাকতে মা বলতে মাতৃভাষা 
বাংলা টা ঠিক আসে না মুখে 
জয় আই অসম ঠাসা

উনিশে মে বিস্মৃতিতে
ভুলিনা লাচিত দিবস
বিজাতীয় রাজনীতিতে
অন্তরাত্মা বিবশ

ক্ষমো মোদের বীর একাদশ
লহো সহস্র প্রণাম
বঙ্গচেতনা অন্ধ ঘুমে
এখনো মধ‍্যযাম ।।






No comments:

Post a Comment