Monday, 20 October 2025

স্রোতস্বিনী

আমার ভুল বানানের মেসেজগুলো
তুমি পড়েছো বহুৎ বার
কথা ও ছিলো মনের ভুল
কোথাও টাইপিং এরর

তুমিই সেই একলা সেই
এই পৃথিবীর ভীড়ে
যার স্মৃতি নিয়ে গতি
ঝরছে আঁখি নিরে

তুমিও আর সবার মতই
বেশ খানিকটা খারাপ
তবু রেখে গেছো হৃদপাথরে
তোমার পায়ের ছাপ

কখনই বোকা নই
ছিলাম নাকো অন্ধ
পারিনি ভাসতে স্রোতে আমার
লাগতো বড় মন্দ

ছাড়ো আর কি হবে আজ
স্মৃতির দেহ খুঁড়ে
আছে তারা তারার মত
মনের আকাশ জুড়ে

আকাশ দেখা সস্তা নয়
আছে অনেক ঝুঁকি 
মাঝে মাঝে উল্কাপতন
দেখতে হয় বৈকি

হাজার ঝঞ্ঝা পেরিয়ে কেন
কয়েক দশক পরে
যারা এসে ফিরে যায়
তাদের মনে পড়ে

হাত ধরে শিখিয়ে গেলে
কেমন হ'তে নেই
আমি আজও রয়ে গেছি
ঠিক যেই কে সেই

খারাপ এই দুনিয়াতে
তবুও তুমিই খারাপ সবচে' কম
আমার বলা লাখো কথা
শুনতে যে হরদম

তবুও যেন আসলে তোমায়
হয়নি কিছুই বলা
আমার কথা স্রোতস্বিনী
অবিরাম বয়ে চলা

রূপ-কাম-অর্থ-মোহ
সবই তুচ্ছ লাগে
অন্তহীন বলা শোনা
এই চাহিদাই আগে

তবুও বুঝি এটুকু লোভ
সহ‍্য হয়নি বিধাতার
বিশ্বাস কর তোমার চেয়েও অনেক বেশী
সে দোষ ধরেছে আমার


আজও তাই হাতড়ে বেড়াই
না শোনা-বলা অনেক অনেক কথা
সাঁতরাতে গিয়ে তলিয়ে পাই
ঠাঁই শীতল নীরবতা।।

                                       🖋@মহুয়া




Monday, 19 May 2025

কস্তুরি মন

সে বা তারা আমায় মাঝে মাঝেই জিজ্ঞেস করে, "প্রেমে পড়েছ?" আমি বলি, "পড়েই আছি, সেই কবে থেকেই! প্রেম পরের সাথে হয়? না না, কেউ পরের সাথে প্রেম করে না, করতে পারেনা, এ অসম্ভব! 
মানুষের মন মননে শিরায় উপশিরায় শ্বাসে ধমনীর স্রোতে প্রেম বয়ে চলে সম্পূর্ণ নিজেকে ভালোবাসার তাড়নায়। প্রেমের জন্যে কারোর মুখাপেক্ষি হতে হয় না আমাকে। সুর তাল লয়ের মত প্রেম বেঁচে থাকে রন্ধ্রে রন্ধ্রে নিজেরই মাঝে। মনহরিণীর কস্তুরীর সৌরভে মাতোয়ারা মন নিজেই অবোধের মত সে পাগলকরা সৌরভের উৎস খুঁজে বেড়ায় এ প্রান্ত থেকে সে প্রান্তে। একবার যদি নিজের দিকে খেয়াল পড়ে দেখতে পাই, কোথায় আমি নিঃস্ব? আমার নিজের হাতের মুঠোয় পুরো বিশ্ব, সে বিশ্ব আমাকে ভালোবাসার, যা যতই বিলিয়ে দেই ততই বাড়ে, মন মাতে আনন্দে প্রফুল্লতায় লাস্যে। 
এ বাইরে থেকে আমদানীর পরের থেকে ধার নেবার বস্তু নয়। সঙ্গী? সে, চাই বটে, মাঝে সাঝে কার না সাধ জাগে, যে দেখাই,"দেখ আমার কাছে কি আছে!" 

সেই  সঙ্গী থাকলেও চলে, না থাকলেও চলে। আসল ত আমি । 

তাই যখন সে আবার জানতে চাইবে, আমি উত্তর দেব, "হ্যাঁ, প্রেমে পড়েছি বটে! পড়েই ত আছি সেই কবে থেকে!"

Sunday, 18 May 2025

বিতস্মৃত

উনিশের চেতনার চেতনা আর কই
বাংলা মাকে খাচ্ছে বেচে
সবাই চুপ করে রই।

না আছে শুদ্ধাচার না দেয় মা কে মান
আবেগ নিয়ে ব‍্যবসা চালায়
এমনই বেইমান

যারা দিলেন বুকের রক্ত
বাংলা মায়ের তরে 
তাদের কথা কজনের আর কদিন মনে পড়ে

একান্তই বাঙালির আচার পালন পর্বে
বাংলা 'গায়েব'
আরবী মেশা বাংলাই চলছে সদর্পে

মাতৃভূমির শত্রুদের সবকিছুই ভূয়া
বাংলা আবেগ মুখে কাজে
বিচ্ছিন্নতাকামী জুয়া

বাংলা এখন তুরপের তাস
ভাঙ্গতে দেশের ঐক‍্য
বিভেদের ছত্রছায়ায় হচ্ছে সর্বনাশ

বাঙালি আর বাঙালী কই
সবাই হিন্দু মুসলিম
উনিশের উপত‍্যকায় বাংলা হিমশিম 

কে আর মনে রাখে শহীদ হলে হিন্দু 
বিফলেই কি যাবে চলে
শহীদদের অশ্রু-রক্ত বিন্দু

পাঁচ মেশালি বাংলা বলা ভন্ড বরাকবাসী
দেশবিরোধী চক্রান্তে বলছে
বাংলা ভালবাসি

কালকে যদি দেশটা ভাঙ্গে তারাই করবে লুট
দেখা যাবে বাংলা প্রীতি
ছিলো নিরেট "ঝূট"

কার ফাঁদে কোন লোভে দিচ্ছি রোজই পা
উন্নয়ন তো জলের তলায় 
যাবে আছে যা ও বা

মাগো তোমার রাখতে গৌরব 
যারা দিল বলিদান
তাদের নাম কোনদিনও নাহয় যেন ম্লান

বরাকে বাংলা মা তোমার মলিন শাড়ী
এই লজ্জা বরাকবাসীর
অকৃতজ্ঞতা ভারী

দেশ ও থাকবে ভাষাও থাকবে এমন ভাবনা কই
ভাষা-শহীদদের প্রণাম জানিয়ে
নীরব বসে রই।


১৯৬১ সালের উনিশে মে বরাকের বাংলা ভাষা শহীদদের জানাই শতসহস্র প্রণাম।
প্রণাম আমার প্রাণপ্রিয় মাতৃভাষা বাংলা মা কে। 🙏🙏🙏


         🖋মহুয়া