Sunday, 18 May 2025

বিতস্মৃত

উনিশের চেতনার চেতনা আর কই
বাংলা মাকে খাচ্ছে বেচে
সবাই চুপ করে রই।

না আছে শুদ্ধাচার না দেয় মা কে মান
আবেগ নিয়ে ব‍্যবসা চালায়
এমনই বেইমান

যারা দিলেন বুকের রক্ত
বাংলা মায়ের তরে 
তাদের কথা কজনের আর কদিন মনে পড়ে

একান্তই বাঙালির আচার পালন পর্বে
বাংলা 'গায়েব'
আরবী মেশা বাংলাই চলছে সদর্পে

মাতৃভূমির শত্রুদের সবকিছুই ভূয়া
বাংলা আবেগ মুখে কাজে
বিচ্ছিন্নতাকামী জুয়া

বাংলা এখন তুরপের তাস
ভাঙ্গতে দেশের ঐক‍্য
বিভেদের ছত্রছায়ায় হচ্ছে সর্বনাশ

বাঙালি আর বাঙালী কই
সবাই হিন্দু মুসলিম
উনিশের উপত‍্যকায় বাংলা হিমশিম 

কে আর মনে রাখে শহীদ হলে হিন্দু 
বিফলেই কি যাবে চলে
শহীদদের অশ্রু-রক্ত বিন্দু

পাঁচ মেশালি বাংলা বলা ভন্ড বরাকবাসী
দেশবিরোধী চক্রান্তে বলছে
বাংলা ভালবাসি

কালকে যদি দেশটা ভাঙ্গে তারাই করবে লুট
দেখা যাবে বাংলা প্রীতি
ছিলো নিরেট "ঝূট"

কার ফাঁদে কোন লোভে দিচ্ছি রোজই পা
উন্নয়ন তো জলের তলায় 
যাবে আছে যা ও বা

মাগো তোমার রাখতে গৌরব 
যারা দিল বলিদান
তাদের নাম কোনদিনও নাহয় যেন ম্লান

বরাকে বাংলা মা তোমার মলিন শাড়ী
এই লজ্জা বরাকবাসীর
অকৃতজ্ঞতা ভারী

দেশ ও থাকবে ভাষাও থাকবে এমন ভাবনা কই
ভাষা-শহীদদের প্রণাম জানিয়ে
নীরব বসে রই।


১৯৬১ সালের উনিশে মে বরাকের বাংলা ভাষা শহীদদের জানাই শতসহস্র প্রণাম।
প্রণাম আমার প্রাণপ্রিয় মাতৃভাষা বাংলা মা কে। 🙏🙏🙏


         🖋মহুয়া




No comments:

Post a Comment