Saturday, 18 May 2019

উনিশে মে

শহীদ তোমার বুকের রক্তে
কৃষ্ণচূড়া লাল
মুখের বুলি মায়ের ভাষা
বাঁচিয়ে রাখার চরম আশা
জীবন পণ করে তুমি
বাঁচিয়েছিলে কাল

বাংলা আমার তোমার সবার
যখন থেকে গর্ভে
মাতৃভাষা চিনেছি মোরা
স্বীকার করেছি গর্বে

যারা চাইল কেড়ে নিতে
মায়ের মুখের বুলি
বুকের রক্ত বিনিময়ে
নিলে তাদের খুলি

বিপদ আজও কাটেনিকো
বন্দি আজও ভাষা
বিজাতীয় ভেজাল গুলো
করছে যাওয়া  আসা

রূধির দিলে কিসের তরে
খেয়াল রাখে কে
ভ্রান্তিবিলাসে বাংলা ভাসে
আজ ....... উনিশে মে॥

আজ ভারতবর্ষের ভাষা শহীদ দিবস।
আজকের দিনে 19 শে মে, 1961 এ মাতৃভাষা বাংলার তরে ব্রিটিশদের গুলিতে প্রাণাহূতি দেন আসামের বরাক উপত্যকার বাংলা মায়ের এগারোজন বীর কিশোর সন্তান। তাঁদের কাছে আমরা চিরঋণী প্রজন্মক্রমে।
বরাকভূমীর বাংলা ভাষা শহীদদের জানাই শতকোটি প্রণাম। 🙏🙏🙏

Monday, 21 January 2019

অনুরোধ

তোমার জন্যে আমার প্রেম প্রেম ভাব আসে না কিন্তু তোমার প্রেমের গানে মরূহৃদপাথারে বৃষ্টি নামে, দৃষ্টি ঝাপসা হয়। কিন্তু কোনভাবেই তোমার জন্যে নয় মন হয়ত বিক্রীত বিনা দামে অন্য কোনখানে! তাই বলে ভেবো না ভালই বাসি না, বাসি। তবে তোমরা কিনা প্লেটনিকে অবিশ্বাসী? 🙂 যাই হোক অনেক আছে তোমার জন্যে যারা প্রাণটাও দিয়ে দেবে আমার মত পোড়াকপালদের মরতেও হয় মেপে। তা যা বলছিলাম, করছ ভালোই বুঝলে? কিন্তু তোমার মত তুমিটাকে পাচ্ছি না আর খুঁজলে আরেক বার কাঁদতে চাই আগের মত করে এমন করে জ্বালিয়ে দিও যেন শহরটা মনে পড়ে এমনতর কষ্ট দিও তোমার কোন গানে বজ্রশেল হানে যেন হৃদয়বীণার তানে কষ্টটাকে মিস করছি বড্ড বেশী মত মন চাইছে সৌল্লাসে জাগুক জীর্ণ ক্ষত অনেক দিন দেখিনি তাকে হয়নি করা যতন বাক্সবন্দী অনেক দিন আমার গুপ্তধন এমন করে জাগিও তাকে যেন বিষে না রয় ফাঁকি অনেক ঝড় এখনো হয়তো বয়ে যাওয়ার বাকি সেই দূর্যোগে কুটিকুটি ছিন্ন হব যখন তোমাকে-তাকে বাসব ভালো আলাদা আলাদা মতন।। [Image 21.jpg]

Monday, 19 November 2018

মন

"মন", প্রতিলিপিতে পড়ুন : https://bengali.pratilipi.com/story/P2Pv7ddocqIC?utm_source=android&utm_campaign=content_share ভারতীয় ভাষায় অগুনতি রচনা পড়ুন,লিখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন,সম্পূর্ণ নিঃশুল্ক

Thursday, 17 August 2017