প্রেম তোর চোখের বিষ!
তাই বুঝি এত মন লুটিস্?
আচ্ছা,
এবার যার পড়লি প্রেমে,
তার নাম কি বটে?
আসতে যেতে অলিতে গলিতে ;
তোর কতো প্রেম জোটে!?
এ সেই মেয়েটা,
যার সবকাজে হতো ভুল ?
তোকে বুঝি দিয়েছে ধরা ;
দিতে ভুলের মাসুল?
বা,হয়তো সে অন্য কেউ
হৃদমদিরায় তুলছে ঢেউ !
আমি তোকে একটু চিনি
তুই নাই বা মান মোটে;
জানি তুই যাবি ভেসে,
আবার ও অন্য স্রোতে !
বা, হয়তো এ সেই মেয়েটি ,
যার গল্প বলতি সেদিন...
তার মনের ঘরেই বুঝি
তোর বাড়ছে প্রেমের ঋণ!!?
দেখবে সে ও মন হারালে;
তুই অধরা হাত বাড়ালে ,
তবুও তুই মাতবি খেলায়!
অনায়াসে অবহেলায়!!
এমনি করে কাড়বি প্রাণ,
উষ্ণ ক্ষণ করবি দান!
আমি জানি,কেউ না জানে;
তোর উন্মাদনা মনেপ্রাণে !
তোর বুকে নতুন সুরে,
লহরী বাজে কেমন করে !
খুঁজছিস্ তুই সবাক ঢঙে,
স্বপ্ন সব অবাক রঙের!
জানি তাই নতুন করে ,
আবার জড়াবি গাঢ় স্বরে ।
একদিন তুই যাবি চলে
মনটা নিংড়ে হেসেখেলে,
স্মৃতির চাদর কারো পুড়ে;
তুই তখন অসীম দূরে ----
অহর্নিশ বিষের ডোরে,
রাখবি বেঁধে নেশার ঘোরে,
সাজিয়ে শব মরণ-মালায়,
করবি খুন অমোঘ জ্বালায়!
No comments:
Post a Comment