Thursday 6 June 2013

ফেরা

তোর দেখা পৃথিবীটা ...আর সেই পৃথিবীর তুই!
সবই অচেনা আমার কাছে ; আর আমিও চেনা নই।
তাই বোধহয় আমার বোঝা বোঝাতে যাই না আর
দুনিয়াদারীর বুদ্ধি তোদের নেব না মোটেই ধার
খাপছাড়া আমার কথা
বোঝাতে পারে না অপূর্ণতা

বুঝে নিস্ তুই তোর মতো করে
অবিশ্বাস আর সন্দেহের জেরে
কি লাভ নতুন চিত্র অঙ্কন করে
ছেঁড়া ছবি দেয়ালের ভাঙন জুড়ে

নিটোল ভরসার নিঁখুত মরণ
মস্তিষ্কের রক্তক্ষরণ

থামবে না তবু বিলাসী প্রতীক্ষা
আগামী জীবনের অলীক সমীক্ষা
নতুন করে চিনবি আমায়
মন তখন নতুন জামায়
অপরিচিত অশ্রান্ত সুখে
দূর্লভ চেতনা দুর্বার বুকে
খুঁজবি তাকে করবি  চয়ন
সঙ্গী বিষাক্ত নীল ফেরোমন্!

No comments:

Post a Comment