Tuesday 11 March 2014

বৃত্তে

জানি আমি হারিয়ে গেছি
অনেকদিন আগেই
ঘূর্ণির বৃত্তটা সেই যেই কে সেই

তফাতটা এটুকুই কখনও চোরাবালি
ভরেছিলাম হাতের মুঠোয়
কখন আবার খালি

এই ত সেদিন শিশুবেলা
মায়ের নরম আঁচল
গরম ভাত স্কুলের আগে
কপালে ফোঁটা কাজল

গ্রীষ্ম দুপুর ঘুঘুর ডাক
শরৎ শিউলিকুঁড়ি
শাওনমাসে উঠোননদে
ডিঙি নাও সারি

পৌষে রাতে মেলায় সওদা
রঙিন আলোর বহর
গোঁজামিলের অংকে ভরা
শীতের দ্বিপ্রহর

হারিয়ে গেছে সোনার দিন
বহুদিনের আগে
আজও তবু আসে গ্রীষ্ম
শুধু নিঃস্ব লাগে

ফিরে ফিরে আসে ঋতু
ধীরে চলে যায়
বাস্প ঝরে টিনের চালে
স্মৃতির চিলেকোঠায় 

No comments:

Post a Comment