Saturday 15 March 2014

দোল থেকে দোলে

রং খেলবি রঞ্জন?
হরেক রকমের রং,লাল-হলুদ-সবুজ---
নীলটাও নেব,
তোর আঁকার খাতাটা আজকে সাজিয়ে দেব।

আগেরবার তুই শুনলি না
কোন কথাই মানলি না
গাঁদা আর জবা পিষে
রঙে রং ছিল মিশে
সেই গত ফাগুয়ার দিনে
যখন তুই ভালবাসার ঋণে
আকাশ হিঙ্গুলে মাখা
আমার একমুঠো আবির শুধু তোর জন্যে তুলে রাখা
তুই দেখেও দেখলি না
ছিঁটেফোটাও মাখলি না

ধূলায় রঙের বাসর
আবির হয়েছে ধূসর

রঞ্জনের রাঙাবে মন
তাদের সাধ্য কি আর এমন!
তোর যে লাগেনি কিছুই ভালো
আমার ক্যানভাস তাই কালো
নবীনের সূচনায়
সবুজ স্বপ্ন হারায়
বেদনায় হল নীল
অন্যরকম হোলি,বিজাতীয় রঙ সামিল

পড়ে থাকা সেদিনের কাজ
চূড়ান্ত জোৎস্না মেখে
ঠিক যেমনটা তোর ভাল লাগে
সম্পূর্ণ করিস আজ

জানি সুগন্ধী আমার আবির
বিবর্ণ আজ হয়েছে স্হবির
নয় সে পুলকিত
পুষ্পরেণুর মত

তবু যদি পাঠাই আজকে রাতে
আমাদের চেনা চাঁদের হাতে
তরল রূপোর আলোয়
তুই কি আঁকবি মন্দভালোয়?

ছবিটা হবে এমন,
তুই রং মেখেছিস যেমন
আমার রঙের রাগে রাঙিয়ে নিজের মন
একটিবার,
শুধু  একটিবার

দোল খেলবি রঞ্জন?

No comments:

Post a Comment