Sunday, 29 November 2020

#জীবনেরহ‍্যাসট‍্যাগ

অপরিচিতরা একদিন হঠাৎ দেখা হয়ে 
খুব বেশী পরিচিত হয়ে যাবার পর 
আবার একদিন 
স্বল্প পরিচিতের চেয়েও কম হয়ে যায়। #বাস্তব

এখন বলতে কেন ভাবতেও বাধো বাধো লাগে
হারিয়ে যাওয়া সেই নতূন শীতের ছবিটারই
খোঁজ পড়েছিল সেদিন হন‍্যে হ'য়ে
হারিয়ে যাওয়ার পরে  #মন
 
মানুষ নিজে বদলায় ঠিকানা ও বদলে যায়
সেই নতূন শীতরঙা ক‍্যনভাস তখনও শীতঘুমে
স্মৃতির চিলেকোঠায়  #মায়া

জীবনযুদ্ধে ক্লান্ত সৈনিকের হঠাৎই চোখ লেগে যায়
কোন এক ঝিমধরা মধ‍্যদুপুরে
দৃষ্টি থমকায় চিলেকোঠার কোনে 
সেই শীত ছবি সেই শীত ছবি!!!  #স্বপ্ন

একি! রং নেই, ফিকে কেন 
একদার ঘাসের শীষে হীরের শিশিরওয়ালা 
শীতভোর-সূর্য‍্যের 
কুসুমরঙা ক‍্যনভাস?  #সুপ্তক্ষত

চটক ভেঙ্গে চোখ খুলতেই 
মগজটা অসভ‍্যের মত  
ফিসফিসিয়ে হিসহিসিয়ে ওঠে,
কানের খুব কাছে 
"রং টা বড্ড কাঁচা ছিল যে!"  #উপলব্ধি


Friday, 6 November 2020

আবার দেখা হলে

কোনদিন যদি দেখা হয়
 জিজ্ঞেস করোনা ভাল আছি কিনা

 এই ভদ্রতা আমার ভালো লাগেনি কোনদিন আমি নিতেও জানিনা 

ভালো থাকাটা নষ্ট করে দিয়ে 
সময় নিজের ডানা নেয় গুটিয়ে 

সে সময় আর যাই হোক
 কুশল জানতে চাইতে পারে না

 অনেক রঙ আর অনেকখানি আলো কে  কালো দিয়ে ঢেকে রেখে 
তাদের পথ হঠাৎ করে অন্য দিকে যায় বেঁকে

মুখে হাসি নিয়ে সব ঠিক থাকার ভান
আমাকে দিয়ে হয়নি কোনদিন 

সময়ের কারসাজি সাজানো বাসী
জীবনের উপর কত ঋণ

তাই ভদ্রতা নেই আর
আমি এখন একান্তই আমার 

তার চে যদি অহংকারে না বাধে 
বসলে বোসো 

একটু দূরত্ব রেখে 

কথা বলতেই পার পুরনো চেনা দেখে 

যদি জানতে চাও কি করছি আজকাল 

ভুলেও বলে ফেলব না জেনো
আজও সেখানেই আছি 
যেখানে রেখে গেছিলে কাল 

তোমার বা আমার গাড়িটা ঠিক তখনই হয়তো আসবে 
অনেকখানি ব্যস্ততার মধ্যে একফোঁটা স্মৃতি একতরফা ভাসবে 

তুমি নয় আমি দ্রুত গাড়িটা ধরে নেব
রোমন্থনের আগেই আবার আলাদা হয়ে যাব 

কেউ কারো দিকে ফিরে তাকাবো না আর 

সবুজ ক্ষেত পিছনে ছুটছে জানলার কাঁচে
আমি জানি তারা এখন আবছা হবে মাঝে মাঝে  
...