অপরিচিতরা একদিন হঠাৎ দেখা হয়ে
খুব বেশী পরিচিত হয়ে যাবার পর
আবার একদিন
স্বল্প পরিচিতের চেয়েও কম হয়ে যায়। #বাস্তব
এখন বলতে কেন ভাবতেও বাধো বাধো লাগে
হারিয়ে যাওয়া সেই নতূন শীতের ছবিটারই
খোঁজ পড়েছিল সেদিন হন্যে হ'য়ে
হারিয়ে যাওয়ার পরে #মন
মানুষ নিজে বদলায় ঠিকানা ও বদলে যায়
সেই নতূন শীতরঙা ক্যনভাস তখনও শীতঘুমে
স্মৃতির চিলেকোঠায় #মায়া
জীবনযুদ্ধে ক্লান্ত সৈনিকের হঠাৎই চোখ লেগে যায়
কোন এক ঝিমধরা মধ্যদুপুরে
দৃষ্টি থমকায় চিলেকোঠার কোনে
সেই শীত ছবি সেই শীত ছবি!!! #স্বপ্ন
একি! রং নেই, ফিকে কেন
একদার ঘাসের শীষে হীরের শিশিরওয়ালা
শীতভোর-সূর্য্যের
কুসুমরঙা ক্যনভাস? #সুপ্তক্ষত
চটক ভেঙ্গে চোখ খুলতেই
মগজটা অসভ্যের মত
ফিসফিসিয়ে হিসহিসিয়ে ওঠে,
কানের খুব কাছে
"রং টা বড্ড কাঁচা ছিল যে!" #উপলব্ধি
No comments:
Post a Comment