Saturday, 29 June 2024

বন্ধু

বন্ধু আমার চলে গেছে
দিয়ে সাত সমুদ্র পাড়ি
যাবার পথে দেখা একবার
আর আসবে না মোর বাড়ী

বন্ধু আমার নাবিক বড়
জাহাজ ফিরায় দেশে দেশে
দেখা করেছিল একবার
আমার সাথেও এসে

তারপরে মস্ত মানুষ ব‍্যস্ত বড়
দিয়ে গেল আড়ি
পরের বারে যেন তারে
ভালবাসতে পারি।।

No comments:

Post a Comment