Wednesday, 4 November 2015

অপত্য


সম্পর্কগুলো সূর্যোদয়ের মত
সূর্যাস্তে শেষ হয়
মানুষ জন্ম দেয় সম্পর্কের তিলে তিলে
যত্ন করে প্রাণে ধরে লালন করে
সে অর্থে কেউই বন্ধ্যা নয়
কেউ হয়তো সৃষ্টিসুখে হাসে
সবুজ থাকে তার চারপাশে

শুধু কেউ কেউ মৃতবৎসাও হয়
««««««««««»»«»«»»»»»»»

Monday, 6 July 2015

মন

এক লাগামছাড়ার গল্প বলছি শোন
চাই না তার চিলেকোঠার কোণ

তার আকাশ পানে রাখা দুটি চোখ
ঝড় বৃষ্টি বা রোদ যাই হোক

কালো মেঘ আসতে পারে ভেবে
ইচ্ছেডানা যায়না তবু চেপে

বাজ পড়ে কখনো ওঠে ঝড়
বুদ্ধিহীনটা তাতেই সড়গড়

বিজলি আলো ইন্দ্রজালের মত
তাই দেখে ভুলে যায় সব ক্ষত

আগুনে পোড়ে না জলে ভিজে না
নিজেকে বুঝেও বোঝে না

হাসে কাঁদে কখনও ছুটে তেপান্তর
অন্তরে অন্তরঙ্গ প্রশ্ন অবান্তর 

খামখেয়ালী খেলাই যার পণ
আর কেউ নয় সে নিছকই মন

Sunday, 14 June 2015

হলদে কাগজ

বিবর্ণ সময়ের ধূসর বিকেল একচিলতে মরা রোদে
জীবনের হিসাব এলোমেলো কাঠিন্যতার বোধে
অনেক পুরনো হলদে কাগজ একটি জলছবি
আঁকিয়ে তাকে শুধিয়েছিল , তুই কি আমার হ'বি ?

একেকরকম কথা বলে একেকরকম রং
বলে হয়তো হব তোমার না হয় হব সঙ্
দিনেরাতে রঙের খেলা তখন ছবিতে আলো
হঠাৎ সব ঘেটে গিয়ে রঙদানিটাই কালো

সেই থেকে চলছে খোঁজা ভোরে রাতে রোজ
রঙতুলি সব শুকিয়ে গেছে কেউ রাখেনি খোঁজ
ওঠে যখন ঝড়ো হাওয়া হুহুংকার রণে
হলদে কাগজ ধূলোয় গড়ায় চিলেকোঠার কোনে