সূর্যাস্তে শেষ হয়
মানুষ জন্ম দেয় সম্পর্কের তিলে তিলে
যত্ন করে প্রাণে ধরে লালন করে
সে অর্থে কেউই বন্ধ্যা নয়
কেউ হয়তো সৃষ্টিসুখে হাসে
সবুজ থাকে তার চারপাশে
শুধু কেউ কেউ মৃতবৎসাও হয়
««««««««««»»«»«»»»»»»»
এক লাগামছাড়ার গল্প বলছি শোন
চাই না তার চিলেকোঠার কোণ
তার আকাশ পানে রাখা দুটি চোখ
ঝড় বৃষ্টি বা রোদ যাই হোক
কালো মেঘ আসতে পারে ভেবে
ইচ্ছেডানা যায়না তবু চেপে
বাজ পড়ে কখনো ওঠে ঝড়
বুদ্ধিহীনটা তাতেই সড়গড়
বিজলি আলো ইন্দ্রজালের মত
তাই দেখে ভুলে যায় সব ক্ষত
আগুনে পোড়ে না জলে ভিজে না
নিজেকে বুঝেও বোঝে না
হাসে কাঁদে কখনও ছুটে তেপান্তর
অন্তরে অন্তরঙ্গ প্রশ্ন অবান্তর
খামখেয়ালী খেলাই যার পণ
আর কেউ নয় সে নিছকই মন
বিবর্ণ সময়ের ধূসর বিকেল একচিলতে মরা রোদে
জীবনের হিসাব এলোমেলো কাঠিন্যতার বোধে
অনেক পুরনো হলদে কাগজ একটি জলছবি
আঁকিয়ে তাকে শুধিয়েছিল , তুই কি আমার হ'বি ?
একেকরকম কথা বলে একেকরকম রং
বলে হয়তো হব তোমার না হয় হব সঙ্
দিনেরাতে রঙের খেলা তখন ছবিতে আলো
হঠাৎ সব ঘেটে গিয়ে রঙদানিটাই কালো
সেই থেকে চলছে খোঁজা ভোরে রাতে রোজ
রঙতুলি সব শুকিয়ে গেছে কেউ রাখেনি খোঁজ
ওঠে যখন ঝড়ো হাওয়া হুহুংকার রণে
হলদে কাগজ ধূলোয় গড়ায় চিলেকোঠার কোনে