Friday, 31 May 2013
Somoy
Tuesday, 28 May 2013
I was
Sunday, 26 May 2013
মানুষ আজকাল
মানুষের মানুষ হওয়াই সর্বপ্রথম দাবী।
তার নিজের মনের মাঝেই গুপ্তধনের চাবি॥
অর্থকড়ি পেশাদারী আর সব আড়ম্বর মেকী।
বিবেকবোধ দিশাহারা আজ সংঙাহীন দেখি'!
মিথ্যেদম্ভ অহংকার আর অন্ধমোহের চাপে,
মনুষ্যত্বের মর্যাদা আজ নামছে অতল ধাপে---
চালাক আজ বুদ্ধিমান সরল মানে বোকা,
ইচ্ছাকৃত অন্ধত্ব দিচ্ছে তাকে ধোঁকা!
মানছি বাঁচার তাগিদ আজ অর্থকড়ি সব,
তাই বলে কি মানবিকতার বইতে হবে শব?
মূল্যহীন মূল্যবোধ হিংসাবৃত্তি নীতি,
অন্ধবাণে আঘাত করাই আজকালকার রীতি ।
জীবনবোধ কানামাছি আঁশটে গন্ধের খোঁয়াড়,
মনের চিতা বাসর সজ্জা আদিম ক্ষুধার জোয়ার॥
চেনেনা মানুষ আসল-নকল, চিনতে চায় না বলে।
নকল আজ মাথার তাজ, আসল চোখের জলে॥
কোমলতা হৃদয়বৃত্তি যার ভাবনা সহজ-সরল,
তার মাঝেই মানুষ খোঁজে বিষাক্ত কোন গরল!
কালো দিয়ে সাদাকে সে ঢাকছে অবিরত।
সুহৃদ-হৃদে বিষের কাঁটা বিঁধছে শত শত!!
সদাই আঙুল পরের দিকে, বলছে তোমার দোষ!
কোন্ অপরাধ গড়ছে নিজে নেইকো মোটেও হুঁশ।
অকৃত্রিম সম্পর্কের কাটছে নিজেই সুতো,
বন্ধুত্ব-ভালবাসা তার পায়ের জুতো॥
চিত্রীনিকে মাখায় কালি, শঙ্খিনী তার কাম।
তার তুলায় ধরা পড়ে মুড়ি-মুড়কি একদাম!!
মানুষ ওড়ায় ফানুস মুখে সম্মানের বুলি,
অসম্মানের পায়েই সে নিজেকে দেয় বলি॥
পঙ্গু আজ বন্ধুত্ব শব তারই আঘাত বলে!
দম্ভভরে বলছে শুধু যাও চলে যাও চলে।
যত্ন করে রত্ন ভেবে যে ঢাকত ছায়ার মতো
নির-নীরবে সহ্য করেও আঘাত জানি কত,
দিনেরাতে নির্বিবাদে রাখলে হৃদয় জুড়ে ,
নির্বিচারের বিচারে তার ঝলসে, হৃদয় পুড়ে!
ছিন্ন করে সকল বাঁধন মনুষ্যত্ব আজ ফাঁকি,
স্তব্ধ হৃদয় কালো মেঘে স্মৃতিগুলো ঢাকি'!
বিশ্বাসের ভাঙা ভেলা ভাসছে চোখের জলে।
শান্ত স্রোতে ডুবছে ডিঙি খোদ মাঝির ছলে॥
তার হাতেই দিয়েছিলাম তরীখানির ভার,
কথা ছিল বাইবো মিলে মানবো না কো হার।
বলেছিলাম ধরিস হাল ঝড় আসবে যবে----
রাখেনি সে কথা আমার, ভুলেই গেছে কবে.....
সৃষ্টিসুখে দেবার ছিল অনেক দূরে পাড়ি....
মনে ঘরে ঝাপসা স্মৃতির বড়ই বাড়াবাড়ি।
একফালি চাঁদ আছড়ে পড়ে নদীর স্নিগ্ধ বুকে,
ওইখানেতে ছোট্ট ভেলা ভাসতো নিত্য সুখে
মানুষ মন অচেনা, তার অচেতন কারবার,
নিঃশব্দে খেলছে মানুষ পাক্কা খেলোয়াড়!
সস্তাদের গড্ডালিকায় মানুষরা সব দামী,
আমার স্বপ্নতরীখানি কখন গেছে থামি।
ঝড় বাদলা কিছুই নয় মন্ত্র-বিষোদ্গার!
মানুষ মারে মানুষ করে মানুষকে ছারখার!!
মাঝির হাতেই নৌকাডুবি, মাঝির হাতেই মার,
তবু সে বলছে বলবে দোষ ছিলনা তার!!!!!!
Photo: Collected
Aj Grishmo
Saturday, 25 May 2013
Sopno tor
Friday, 24 May 2013
FRIENDSHIP TODAY
The burn....never to heal
Leaving had become their earnest aspect.
They could leave I didnot feel...
And they left,they cheat would never heal...
I only wanted to keep the touch;
Suspicious mind could not rely much,
I failed...they burnt the thread!
Helpless soul just accepted...
A deep burn-hurt going never to heal...
They could not rely,could never feel!!...
Tuesday, 21 May 2013
Sobta amari bhul chhilo bhenge biswaser berajal/sondeher urdhe bnachai hoyechhe amar kal/manushke obiswas kora sunechhi naki pap/biswaser thikana tai nemeche onek dhap/mithye sutoy hoyeche bona sopner berajal/bondhutwoke kore khun bondhur hat lal!/lal rong jiboner mrityur naki kalo//bicharkhana korbe k modno-bhalo/okritrim bhabnar binimoy jeno fnaki/mrito smritira ajo mone knatche ankibuki!!/bhul bhengeche boba mukhe ajo sopnoghor/mukhoser arale jodio mukh dekhechi tor/monke niye khela kore jas hridoytare luti/opobade chepechis biswaser tuti/khela korai shobhab tor tui prachin khelowar/tor bhanga khelaghor gorbonato r/obhisap debona karon chili amar kache dami/toke sudhu r konodin dakbona ko ami!!!!!!!
Saturday, 18 May 2013
বাংলা
উনিশে মে র স্মৃতি কিংবা একুশে ফেব্রুয়ারি
শহীদ রক্তে রাঙা পলাশ দেখেছে মৃতের সারি
মুখের বুলি কাড়তে যারা হেনেছে মৃত্যুবাণ
জবাবে তাদের অমর বাঙালী করেছে রক্তস্নান
প্রাণের রক্তে কিনেছিল তারা প্রাণকাড়া মা ডাক
কেড়েছিল তারা বুকের রক্তে বাজিয়ে বিজয়শাঁখ
বাংলা মায়ের সন্তানেরা আজও ঝঞ্ঝা ঘনঘোর
কালিমালিপ্ত হচ্ছে দেখ আজো মাতৃক্রোড়
আধুনিকতার মোড়ক আর শিক্ষার বেড়াজাল
বিজাতীয় ভাষার হিড়িক মাকে করছে যে আড়াল
কেননা বলছি না আর বলছি "কেনকি"
বর্ণশংকর রোগে বাংলা ভুগছে জান কি
আসল খাঁটি বাংলা বলা বড়ই লাগে লাজ
আসল মানিক ছুঁড়ে ফেলে নকল মোতির সাজ
বাংলা মায়ের মুখের ভাষা বাংলা চোখের জল
বাংলাতেই হাসি ভাবি নেই কো কোথাও ছল
গল্প কথা গানের সুর বাংলা মায়ের কোলে
মাতৃভাষার অবহেলা তবু হচ্ছে হেসেখেলে
এপার বাংলা ওপার বাংলা ..উনিশে বা একুশে
সীমার বাইরে অসীম বাংলা দুদেশের রক্তে মেশে
ভুলেও আমরা ভুলি না যেন ভাষাশহীদের অবদান
প্রাণের জোয়ারে আমৃত্যু গাইব বাংলার জয়গান
বাংলা আমার বাংলা তোমার বাংলা বুকের মাঝে
শ্বাস-প্রশ্বাস হয়ে সে হৃদপিন্ডে বাজে...........
Thursday, 2 May 2013
BRAINCELLS ARE SUPPOSED TO KILL
Braincells are supposed to kill!
Those are the wounds; never to heal!
My Dear Heart, I am very sorry!
You have been burnt for each of my memory;
I always hurt u; never care!
Shower Your smiles with so much tear....
Still can't help; I am so rude!
Never did perfect nor some good,
Today I'm blank, brain is nil!
Wounded deadly, would never to heal...!
Long before I came but doing something new; feelings are thousands but words are few...I love the sky,much more the Earth...I am very simple person..a human by birth. Music and writting in my passion..love them deeply..not for the sake of fashion...neither I am a writer....but wish to write....can't write a lot...still have to fight....something in the blood..something in the soul..insist me to write...play a big role....some little feelings I wish to share...there was a friend strong to inspire...I can say and..never hesitate...my first post to my friend..I dedicate................................................. Bhalo mondo sothik bhuler khoj rakhina aj...bondho moner dorja kholai amar prothom kaj. *Lekhika ba sobjanta lok hisabe nijeke prokash kora ba bahoba kurono hoyto amar uddeshyo noy, hoyto gyaner poridhio otyonto chhoto...Duniya, manush, jibon, sahityo sobkichhukei dekhar dristi o buddhio otishoy khhino ebong simito....Tobe moner bhabnake sobder oti sadharon aboron o abhorone ektukhani nijer nijoswotay nijer moto kore guchhiye nitei suru korechhi ei blog..... AKASHE ORA MON TOBU MATIR KACHHAKACHHI...NEELER PASHE SOBUJKEO TAI ANKRE ACHHI....WRITTING IS MY EXPRESSION, THAT I FEEL.......IN DEEP.... IN REAL....WISHING TO TOUCH "NOT THE SKY ONLY SOIL".
Likhte jani na....Likhte chai.... Kurabo roton...Urabo Chai...
Asuk jhor asuk jora....
Badla bristi kimba khora...
Purbo..jole bhijbo ami...
Pothomajhe na jeno thami...
Shikhini kichhui likhini tai...
Lekhar ichchha...likhte chai...ami likhchhi chai...