Saturday 18 May 2013

বাংলা

উনিশে মে র স্মৃতি কিংবা একুশে ফেব্রুয়ারি
শহীদ রক্তে রাঙা পলাশ দেখেছে মৃতের সারি
মুখের বুলি কাড়তে যারা হেনেছে মৃত্যুবাণ
জবাবে তাদের অমর বাঙালী করেছে রক্তস্নান

প্রাণের রক্তে কিনেছিল তারা প্রাণকাড়া মা ডাক
কেড়েছিল তারা বুকের রক্তে বাজিয়ে বিজয়শাঁখ
বাংলা মায়ের সন্তানেরা আজও ঝঞ্ঝা ঘনঘোর
কালিমালিপ্ত হচ্ছে দেখ আজো মাতৃক্রোড়

আধুনিকতার মোড়ক আর শিক্ষার বেড়াজাল
বিজাতীয় ভাষার হিড়িক মাকে করছে যে আড়াল
কেননা বলছি না আর বলছি "কেনকি"
বর্ণশংকর রোগে বাংলা ভুগছে জান কি

আসল খাঁটি বাংলা বলা বড়ই লাগে লাজ
আসল মানিক ছুঁড়ে ফেলে নকল মোতির সাজ
বাংলা মায়ের মুখের ভাষা বাংলা চোখের জল
বাংলাতেই হাসি ভাবি নেই কো কোথাও ছল

গল্প কথা গানের সুর বাংলা মায়ের কোলে
মাতৃভাষার অবহেলা তবু হচ্ছে হেসেখেলে
এপার বাংলা ওপার বাংলা ..উনিশে বা একুশে
সীমার বাইরে অসীম বাংলা দুদেশের রক্তে মেশে

ভুলেও আমরা ভুলি না যেন ভাষাশহীদের অবদান
প্রাণের জোয়ারে আমৃত্যু গাইব বাংলার জয়গান
বাংলা আমার বাংলা তোমার বাংলা বুকের মাঝে
শ্বাস-প্রশ্বাস হয়ে সে হৃদপিন্ডে বাজে...........

No comments:

Post a Comment