মানুষের মানুষ হওয়াই সর্বপ্রথম দাবী।
তার নিজের মনের মাঝেই গুপ্তধনের চাবি॥
অর্থকড়ি পেশাদারী আর সব আড়ম্বর মেকী।
বিবেকবোধ দিশাহারা আজ সংঙাহীন দেখি'!
 মিথ্যেদম্ভ অহংকার আর অন্ধমোহের চাপে,
মনুষ্যত্বের মর্যাদা আজ নামছে অতল ধাপে--- 
চালাক আজ বুদ্ধিমান সরল মানে বোকা,
ইচ্ছাকৃত অন্ধত্ব দিচ্ছে তাকে ধোঁকা! 
মানছি বাঁচার তাগিদ আজ অর্থকড়ি সব,
তাই বলে কি মানবিকতার বইতে হবে শব?
মূল্যহীন মূল্যবোধ হিংসাবৃত্তি নীতি,
অন্ধবাণে আঘাত করাই আজকালকার রীতি ।
 জীবনবোধ কানামাছি আঁশটে গন্ধের খোঁয়াড়, 
মনের চিতা বাসর সজ্জা আদিম ক্ষুধার জোয়ার॥ 
চেনেনা মানুষ আসল-নকল, চিনতে চায় না বলে। 
নকল আজ মাথার তাজ, আসল চোখের জলে॥ 
কোমলতা হৃদয়বৃত্তি যার ভাবনা সহজ-সরল,
তার মাঝেই মানুষ খোঁজে বিষাক্ত কোন গরল!
কালো দিয়ে সাদাকে সে ঢাকছে অবিরত।
সুহৃদ-হৃদে বিষের কাঁটা বিঁধছে শত শত!! 
সদাই আঙুল পরের দিকে, বলছে তোমার দোষ!
কোন্ অপরাধ গড়ছে নিজে নেইকো মোটেও হুঁশ। 
অকৃত্রিম সম্পর্কের কাটছে নিজেই সুতো, 
 বন্ধুত্ব-ভালবাসা তার পায়ের জুতো॥ 
চিত্রীনিকে মাখায় কালি, শঙ্খিনী তার কাম। 
তার তুলায় ধরা পড়ে মুড়ি-মুড়কি একদাম!! 
মানুষ ওড়ায় ফানুস মুখে সম্মানের বুলি, 
অসম্মানের পায়েই সে নিজেকে দেয় বলি॥ 
পঙ্গু আজ বন্ধুত্ব  শব তারই আঘাত বলে!
দম্ভভরে বলছে শুধু যাও চলে যাও চলে।
যত্ন করে রত্ন ভেবে যে ঢাকত ছায়ার মতো 
নির-নীরবে সহ্য করেও আঘাত জানি কত, 
দিনেরাতে নির্বিবাদে রাখলে হৃদয় জুড়ে ,
 নির্বিচারের বিচারে তার ঝলসে, হৃদয় পুড়ে! 
ছিন্ন করে সকল বাঁধন মনুষ্যত্ব আজ ফাঁকি, 
স্তব্ধ হৃদয় কালো মেঘে স্মৃতিগুলো ঢাকি'!
বিশ্বাসের ভাঙা ভেলা ভাসছে চোখের জলে।
শান্ত স্রোতে ডুবছে ডিঙি খোদ মাঝির ছলে॥ 
তার হাতেই দিয়েছিলাম তরীখানির ভার,
কথা ছিল বাইবো মিলে মানবো না কো হার। 
বলেছিলাম ধরিস হাল ঝড় আসবে যবে---- 
রাখেনি সে কথা আমার, ভুলেই গেছে কবে.....
সৃষ্টিসুখে দেবার ছিল অনেক দূরে পাড়ি....
মনে ঘরে ঝাপসা স্মৃতির বড়ই বাড়াবাড়ি। 
একফালি চাঁদ আছড়ে পড়ে নদীর স্নিগ্ধ বুকে,
ওইখানেতে ছোট্ট ভেলা ভাসতো নিত্য সুখে 
মানুষ মন অচেনা, তার অচেতন কারবার,
নিঃশব্দে খেলছে মানুষ পাক্কা খেলোয়াড়! 
সস্তাদের গড্ডালিকায় মানুষরা সব দামী, 
আমার স্বপ্নতরীখানি কখন গেছে থামি।  
ঝড় বাদলা কিছুই নয় মন্ত্র-বিষোদ্গার! 
মানুষ মারে মানুষ করে মানুষকে ছারখার!!
মাঝির হাতেই নৌকাডুবি, মাঝির হাতেই মার, 
তবু সে বলছে বলবে দোষ ছিলনা তার!!!!!!
Photo: Collected
 
  
No comments:
Post a Comment