বেজন্মা বা হারামি কাকে বলে? যে শিশুটিকে জন্মাবার পরই ছুঁড়ে ফেলা হয় নর্দমায় বা জন্মানোর আগেই হত্যা করা হয় তার ভ্রূণ শুধুমাত্র তার জন্মদাতা বা দাত্রীর অপকীর্তি, আদিম উন্মাদনার সাক্ষ্য লোপাট করতে , সেই নিষ্পাপ অবলা প্রাণটিই কি বেজন্মা? না আসল বেজন্মা সেই পচাগলা নর্দমার পোকাগুলো যেগুলো ছড়িয়ে আছে সমাজের আনাচে-কানাচে, সর্বত্র , সর্বস্তরে মানুষের চামড়া দিয়ে ঢাকা সেই মুখোশ পড়া হারামি বা হারামিনী গুলো যারা সভ্যতার BRANDED পোশাক পড়ে অবলীলায় চালিয়ে যায় ঘোমটার নীচে খেমটা নাচ?
হ্যাঁ , আমার মতে আসল হারামি সেই নারী পুরুষেরা যারা আধুনিক জীবন ধারার দোহাই দিয়ে চরিতার্থ করে জান্তব আদিম তাড়না, যেখানে সেখানে যার তার সাথে কুকুর বিড়ালের মত।
হারামি তাদের শিক্ষা , তাদের সংস্কার যা তাদের ভিতরে সেই বোধ তৈরী করতে পারেনি যে, A HUMAN BEING IS THE COMBINATION OF ANIMALITY AND RATIONALITY, তাদের সেই চেতনাই তৈরী হয়নি যে, জীবে আর শিবে মিলে মানুষ । সেইসব আধুনিকতার বেলেল্লাপানায় অভ্যস্ত নরপশুরা এটাও শেখেনি যে জৈবিক প্রবৃত্তি বিকৃত , অবৈধ লালসাকে রোধ করার ক্ষমতা ই মানুষ কে আলাদা করে চিহ্নিত করে পশুর থেকে ।
না, আমি এখানে মানুষের সঙ্গা লিখতে বসিনি না আমার তা করার এক্তিয়ার আছে । আমি শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজছি, আর তা হল এটাই যে, এতই যখন বেপরোয়া আধুনিক মানুষরূপী আদিম কীটেরা, তবে কুকর্ম করে পালিয়ে যাস্ কেন বা সেই অপকীর্তি ঢাকার জন্য কেনই তোদেরই বিকৃত কামোন্মাদনার ফলে সৃষ্ট একটি নিষ্পাপ প্রাণ কে রাতের অন্ধকারে ছুঁড়ে দিস এঁদো পাঁকে বা জন্মাবার আগেই কোন নামীদামী নার্সিংহোমে গিয়ে মোটা অঙ্কের বিনিময়ে ছেঁটে ফেলিস্ একটি সম্ভাবনাময় কলিকে তার বৃন্ত থেকে ? কিসের ভয়ে? কোন লজ্জায় ? আরে, তোরা না আধুনিক ? অন্ধ লালসায় লাথি মারিস্ সভ্যতার , মানবিকতার মুখে ? তাহলে কেন এই লুকোচুরি , এই পাশবিকতা, এই নির্মম হত্যা ? বা, কেন দিস একটি অবোধ প্রাণকে বেজন্মার শীলমোহর আমৃত্যু বয়ে বেড়ানোর জন্য যে কিনা তোদেরই লালসার কর্মফল ? তোরা তো 'আধুনিক'! তোদের অভিধানে তো ন্যায়-অন্যায় বলে কিছু নেই , তোদের ভাষায় তো "সব চলতা হ্যায়!" তাই না? তবে কেন এক পাপ লুকোতে আরও হাজার পাপ করেই চলেছিস্? একটি প্রাণ সৃষ্ট করে কেন তখন স্বীকার করতে পারিসনা সর্বসমক্ষে? তখন কোথায় যায় তোদের তথাকথিত আধুনিক ADVANCED মানসিকতা? আধুনিকতা মানুষকে উদার হতে শেখায়, কুসংস্কার থেকে নিজে মুক্ত হতে ও অপরকে মুক্ত করতে শেখায় । আধুনিকতা মানে আদিম পৃথিবীর দিকে উল্টো পথে হাঁটা নয়। আমার কথায় যাদের গায়ে ফোস্কা পড়ছে তাদের জন্য একটা কথাই বলব , আধুনিকতার দোহাই দিয়ে বেলেল্লাপানা করার লোভ যদি সামলাতে না পার তবে সেই লোভের পরিণতিকে স্বীকার করারও ক্ষমতা রাখ, তাকে হত্যা করে নয়, সততার সঙ্গে গ্রহণ করে। আর তা না হলে এটাই ভাল যে, শুধু তোমাদের জন্য TEXTILE INDUSTRY গুলো বন্ধ হয়ে যাক্ ! তোমরা এতেই অভ্যস্ত হয়ে যাবে , ভাল থাকবে , কারণ , তোমরা যে আধুনিক , তোমাদের হিসেবে যে ,"সব চলতা হ্যায় !"
আর যাবার আগে শেষ একটা কথা না বললেই নয়.... অনেক নামীদামী সফল চিকিত্সক বা সার্জন রা মোটা টাকার লোভে নিজেদের বিবেককে বিক্রি করে নিজের অসাধারণ বিদ্যাকে কাজে লাগিয়ে করে চলেছেন গর্ভপাতের মত নারকীয় পাপ, ( যদিও এই জাতীয় পিশাচ শ্রেণির চিকিত্সকদের পাপলীলার আরো কোটি কোটি উদাহরণ আছে , এটি তার একটি মাত্র ) এবং এক শ্রেণির অতি আধুনিক দম্পতি আছেন যাঁরা এই মূহুর্তে তাঁরা সন্তানের দায়িত্ব নিতে আগ্রহী নন বলে, তা জীবনকে নিজেদের মত উপভোগ করার জন্যই হোক , কেরিয়ার পথে বাধা হবে এই ভেবেই হোক বা গর্ভস্ত সন্তানটি কন্যাসন্তান জেনেই হোক , গর্ভপাত করাতে একটু ও দ্বিধাগ্রস্ত হন না।
এই সমস্ত আধুনিকমানুষবেশী প্রাণীদের প্রতি একটাই অনুরোধ যদি জন্ম দেবার মানসিক ক্ষমতা বা সাহস না থাকে তবে প্রাণের সঞ্চার হতে দেবেনই না। আর যদি ভুল করেও দিয়ে ফেলেন , তবে তাকে আসতে দিন পৃথিবীর আলোয়, তাকে দিন সুস্থ সুন্দর জীবন । কারণ , সে দায় শুধুমাত্র আপনার এবং আপনাদের । আর তা না করে যদি দিনের পর দিন এই হত্যালীলা চালিয়ে যান , তাহলে এই পাপের মাসুল দিতে হবে আপনাদেরকেই, এই জীবন দিয়েই , এই জীবনেই.... এবং ভয়ংকরভাবে ।
http://m.facebook.com/mahuya.chakrabarty?ref=m_notif¬if_t=wall&%24MURI__user=0#!/sharer-dialog.php?sid=392186374218491&refid=13&ref=m_notif¬if_t=wall