Friday, 6 September 2013

হারিয়ে যাওয়া সময়

যারে তুই মন্দ বলিস,/
তার কথা যদি মানিস/
যদি ভাবিস দেবে কাজে ;/
মনকে সাজা নতুন সাজে!/
লোকের কথায় কি আসে যায়?/
স্বপ্ন তোর চোখের তারায় !/

জানি ব্রাত্য, কেউ না আমি ,/
দূর থেকে তাই শুভকামি.../
তোর কশাঘাতচিহ্ন কাঁদায় ! /
তাদের দেখেই মজি মায়ায় ,/

স্মৃতি শীতের জানলা খোলা .../
তোর নানান কথার খেলা .../
বাঁধনভাঙা পিছল্ চাঁদ /
প্রীতিভিলার দীঘল রাত ,/
ফুরিয়ে যেত এক নিমেষে;/
এক চুমুকে তোর নিঃশেষে !/
অজানা গন্তব্য ; দুই সহযাত্রী,/
অচিন ভাষায় সাজায় রাত্রি .../
কথার 'পরে জমত কথা ;/
রোদ -বৃষ্টি-ঝড়-কবিতা....../
তোর স্বপ্ন আমার চোখে ,/
পাতত আসন নিজের সুখে !/

জীবনগানের সেই ছবিটা .../
আজো ভাবে মন তার সবই টা!/
স্বপ্ন তাই আজও সাজে,/
আমার বুকের গহিন মাঝে ।/

কলঙ্কের সাজানো ডালি!/
মনের মুখে লাগানো কালি ,/
পারেনি তবু ভোলাতে তোকে,/
তোর স্বপ্ন পালি বুকে .../
তোর পরানো কাঁটার মালা ,/
পরে বুঝি সুখের জ্বালা !/
অনুভবি প্রতিক্ষণে;/
তোরই স্বপ্ন নিয়ে মনে!/
তোর জয়ে আমার বাঁচা ,/
দিস্ না যতই প্রহার -সাজা ! /

স্তব্ধ রাতে স্বপ্ন জাগে ,/
নতুন ছন্দে নবীন রাগে ।/
খুঁজি তোকে মনের মাঝে ,/
জোৎস্না ভেজায় ঘরের মেঝে..... /

No comments:

Post a Comment