Monday, 9 September 2013

তবু

তোকে দেব উপহার
  এ সাধ্য কি আমার
  লুটায় ধূলার পরে   অসীম অনাদরে
বুনোফুল ব্রাত্য, নয় দেবতার

  তবু আমি হাসিমুখে 
সুখী হব তোরই সুখে
  বুঝি এ পরাজয়
নয় কারো নয়
হয়তো আমার নয় বিধাতার

তবু দিয়ে যাব
বারবার
  এ আমার চির অঙ্গীকার॥

No comments:

Post a Comment