স্বাধীনতা এসেছিল
অন্ধকার রাতে
কাঁটাতারের বেড়া
অঙ্গে নিয়ে সাথে।
অপূর্ণ স্বরাষ্ট্রজয়
ভেদ-ভিতে গড়া
নদীর বুকে জমল পলি
মায়ের বুকে খরা।
মায়ের শিকল খুলতে গিয়ে
কত গেল মরে
বিকিকিনি হলো কত
আগে কিংবা পরে
মাটি চাপা রক্ত জমাট
সবুজ ঘাসের ক্ষেতে
হাজার মায়ের আঁচল খালি
স্বাধীনতা পেতে
মুক্তি দিল মা'কে যারা
শহীদ সারি সারি
জানত না দালালরা
করবে কাড়াকাড়ি
সেই থেকে চলছে আজো
অসাধু কারবার
দেশ নিয়ে ব্যাবসাদারী
সাধারণ জেরবার
সব রাজা রাবণ যথা
দেশ পোড়া লঙ্কা
মরছে চাষি রোজ উপোসী
উন্নতি লবডংকা
তবু সাধের দেশ আমাদের
স্বপ্ন তাকে নিয়ে
একদিন ফিরবে দিন
তাই চলছি মানিয়ে
একদিন আনবে সকাল
সূর্য নতুন সোনার
স্বাধীনতা আছে তবু
স্বপ্নটুকু বোনার ।
দুঃখ কষ্ট বুকে চাপা
হরেক রকম কথা
এইটুকুই আশ যে তবু
আছে স্বাধীনতা ॥
No comments:
Post a Comment