Sunday, 24 August 2014

প্রতিদ্বন্ধী

আততায়ী ভাগ্য আমি বা সময়
হয়ত আমি নই কারো আর
কেউ আমার নয়

তবু আছি আছে আষ্টেপৃষ্টে
একে অপরকে দেখে একদৃষ্টে
পুরনো আত্মীয়তা বোধহয়

সময়ের মুখ কালো কাপড় বাঁধা
স্বপ্নের চোখ দু'টি সবুজ পাতা
অলক্ষ্যে কেউ দেখে, চুপ রয়

সময় তুই বোকার মত হাসিস
ফাঁকি দিতে বড্ড ভালবাসিস
তোর তো সবকিছুই সয়

তবু তুই শোন একবার
জীবনকে কর যতই জেরবার
তোর মৃত কালো শাখে
নতুন গজায় কোন ফাঁকে
জাগে বিস্ময়
সবুজের হবে হবেই জয়॥

No comments:

Post a Comment