Saturday, 20 September 2014

শব-ভীড়


কিলবিল সব পোকার মত
ঘুণ ধরায়
খুবলে খায়
পৃথিবীর বুকে করে ক্ষত

রোজ তারা সারবাঁধে
খুঁজে বেড়ায়
যে যার মত
অগুন্তি রোজ নামে পথে

কেউ দুটো পাথর খুঁজে
ভাঙবে ব'লে
কেউ বা মূর্তি বানায়
রোজকারটুকু নেয় বুঝে

কেউ দিনশেষে কানাগলি
বাকী চাটুকার
ঘরেবাইরে
মুখোশের গলাগলি

নেকাবোকাদের ঢল
বাঁধানো দাঁত
বিষহাসি
দিনরাত ছল

ছড়িয়ে পড়ে
জীবানু যত
খল বেঁচে থাকা
জীবিকার মত

শহরজুড়ে
শবদের ভীড়।
মানুষ মানে
মাথা আর শরীর॥










Photo: Collected

Saturday, 13 September 2014

শেষটুকু

মন ভালোবাসে কেবল ভালোবাসে
অনেকখানি নয় একটুখানির আশে
সাতমহলা বাড়ি নয় ছোট্ট ভাল বাসা
একফালি বাগানঘেরা অনেক দিনের আশা
আলাদিনের প্রদীপ নয় সন্ধ্যাবেলার বাতি
বাতিল করে ইটপাথর তুলসীতলার মাটি

রুদ্ধশ্বাস হাইওয়ে হাইস্পীড শর্টকাট্
কীটের বাসা ফুলফল বন্ধ্যা সবুজ মাঠ
বদলের হওয়ার পাগল দূষণ পোষণ সার
লোভের আমি লোভের তুমি সম্পূর্ণ অসার
বিষের কালো ধোঁয়াশায় ঝাপসা শরীর মন
বিপন্ন আকাশ আমার মেঘলা অনুক্ষণ

অনেকদিন হল জীবন এখন বাসি পুরো
শহরের মেকি মুখোশ নকল গানের সুর ও
দাঁত কেলানো হাসি আর গড্ডালিকার ঢেউ
পালের গোদা নষ্ট রাজা বাদবাকি তার ফেউ
অভিনয় কূটকাচালি স্বার্থবুদ্ধি প্রখর
হাতে হাত মেলায় সবাই লুকিয়ে রাখে নখর

এমনভাবে বাঁচতে যাওয়া আমার চাওয়া নয়
বর্ধিষ্ণু জীবন ভারী হচ্ছে কেবল ক্ষয়
একটুকরো নীল সবুজ শান্ত নদীর পাড়
পাখপাখালি গাছগাছালি মানুষ চাই না আর
শেষ বিকেলে সূর্য পাটে আমি নদীর পাশে
মাটির বুকে পাতব মাথা জোৎস্না তখন কাশে। 

Tuesday, 9 September 2014

স্বপ্ন

স্বপ্ন ছিল কাল
ভেঙেছে চুরমার
স্বপ্ন দেখা কাল
অচ্ছুত বারবার
স্বপ্নের রং নীল
বিষের চে' গাঢ়
পেয়ালায় চুমুক
সাধ্য নেই কারো

অনেক দিনের আগে
স্বপ্ন তখন জাগে
রাতজাগা চোখ-তারা
মুক্ত বাঁধনহারা
মাঝরাতে জ্যোত্স্নায়
বসত জানালায়
নীল মেঘের মাঠ
যেন স্বপ্নের পথঘাট
আকাশের ক্যানভাস
তুলোমেঘ ট্রেন বাস

ছুটছে তেপান্তর
স্বপ্বেরই বন্দর
সঙ্গী হাওয়ার বাঁশি
ইচ্ছে রাশি রাশি

হঠাৎ কালো মেঘ!
বাতাস ঘূর্ণিবেগ
মুছে গেল আলো
একনিমেষে কালো

হারিয়েছিল চাঁদ
স্বপ্ন ভাঙার রাত
সবকিছুর পরে
আজো মনে পড়ে
নীল চোখের তারা
স্বপ্ন আপনহারা
আছে জেগে রয়
স্বপ্ন আমার নয়।