Tuesday, 9 September 2014

স্বপ্ন

স্বপ্ন ছিল কাল
ভেঙেছে চুরমার
স্বপ্ন দেখা কাল
অচ্ছুত বারবার
স্বপ্নের রং নীল
বিষের চে' গাঢ়
পেয়ালায় চুমুক
সাধ্য নেই কারো

অনেক দিনের আগে
স্বপ্ন তখন জাগে
রাতজাগা চোখ-তারা
মুক্ত বাঁধনহারা
মাঝরাতে জ্যোত্স্নায়
বসত জানালায়
নীল মেঘের মাঠ
যেন স্বপ্নের পথঘাট
আকাশের ক্যানভাস
তুলোমেঘ ট্রেন বাস

ছুটছে তেপান্তর
স্বপ্বেরই বন্দর
সঙ্গী হাওয়ার বাঁশি
ইচ্ছে রাশি রাশি

হঠাৎ কালো মেঘ!
বাতাস ঘূর্ণিবেগ
মুছে গেল আলো
একনিমেষে কালো

হারিয়েছিল চাঁদ
স্বপ্ন ভাঙার রাত
সবকিছুর পরে
আজো মনে পড়ে
নীল চোখের তারা
স্বপ্ন আপনহারা
আছে জেগে রয়
স্বপ্ন আমার নয়।

No comments:

Post a Comment