কিলবিল সব পোকার মত 
ঘুণ ধরায় 
খুবলে খায় 
পৃথিবীর বুকে করে ক্ষত 
রোজ তারা সারবাঁধে 
খুঁজে বেড়ায় 
যে যার মত 
অগুন্তি রোজ নামে পথে 
কেউ দুটো পাথর খুঁজে 
ভাঙবে ব'লে
কেউ বা মূর্তি বানায়
রোজকারটুকু নেয় বুঝে 
কেউ দিনশেষে কানাগলি 
বাকী চাটুকার 
ঘরেবাইরে 
মুখোশের গলাগলি 
নেকাবোকাদের ঢল 
বাঁধানো দাঁত 
বিষহাসি 
দিনরাত ছল 
জীবানু যত
খল বেঁচে থাকা
জীবিকার মত
শহরজুড়ে
শবদের ভীড়।
মানুষ মানে 
মাথা আর শরীর॥
Photo: Collected
 
  
No comments:
Post a Comment