মন ভালোবাসে কেবল ভালোবাসে 
অনেকখানি নয় একটুখানির আশে 
সাতমহলা বাড়ি নয় ছোট্ট ভাল বাসা 
একফালি বাগানঘেরা অনেক দিনের আশা 
আলাদিনের প্রদীপ নয় সন্ধ্যাবেলার বাতি 
বাতিল করে ইটপাথর তুলসীতলার মাটি 
রুদ্ধশ্বাস হাইওয়ে হাইস্পীড শর্টকাট্ 
কীটের বাসা ফুলফল বন্ধ্যা সবুজ মাঠ 
বদলের হওয়ার পাগল দূষণ পোষণ সার 
লোভের আমি লোভের তুমি সম্পূর্ণ অসার 
বিষের কালো ধোঁয়াশায় ঝাপসা শরীর মন 
বিপন্ন আকাশ আমার মেঘলা অনুক্ষণ 
অনেকদিন হল জীবন এখন বাসি পুরো 
শহরের মেকি মুখোশ নকল গানের সুর ও 
দাঁত কেলানো হাসি আর গড্ডালিকার ঢেউ 
পালের গোদা নষ্ট রাজা বাদবাকি তার ফেউ 
অভিনয় কূটকাচালি স্বার্থবুদ্ধি প্রখর 
হাতে হাত মেলায় সবাই লুকিয়ে রাখে নখর 
এমনভাবে বাঁচতে যাওয়া আমার চাওয়া নয় 
বর্ধিষ্ণু জীবন ভারী হচ্ছে কেবল ক্ষয় 
একটুকরো নীল সবুজ শান্ত নদীর পাড় 
পাখপাখালি গাছগাছালি মানুষ চাই না আর 
শেষ বিকেলে সূর্য পাটে আমি নদীর পাশে
মাটির বুকে পাতব মাথা জোৎস্না তখন কাশে।  
 
  
No comments:
Post a Comment