Friday 7 February 2020

ভ্যালেন্টাইন মাস

ইংরেজি বলার দম্ভে
বাংলা গিয়েছি ভুলে

মাতৃভাষাপ্রেম আজ
ধর্মান্ধতার কবলে

শিকড়ের চারপাশে 
পাশ্চাত্য নাগপাশ

আধুনিকতার আজ 
সমার্থক সর্বনাশ 

নির্লজ্জ বসন্ত নিজেকে 
সাজায় ফুলে ফুলে

নির্লজ্জ ভারত-বাঙালি 
ইতিহাস শিকেয় তুলে

বলছে ভ্যালেন্টাইনের মাস

রক্তিম পলাশ লুকোয়  বাহান্ন পুলওয়ামা লাশ!

No comments:

Post a Comment