Wednesday 26 February 2020

দেখা হবে




অনেকেই এসেছে তুই আসার আগে
কেউ গেছে কেউ যেতে গিয়ে রয়ে গেছে
তুই আসার থাকার বা যাবার পরে..

হেমন্ত শেষের রুখু পরিত্যক্ত বুনো প্রান্তরে
জানিনা আর কোন পদচিহ্ন পড়বে কিনা
হলেও বা আলাদা করে যাবে না চেনা

এই গথবাধা চেনাগোনার বাইরে
কিছু গল্প অল্প বোনা হয় জানিস?
অসম্পূর্ণ অসম্ভবের কিছু গল্প
তাদের আলাদা রং আলাদা গন্ধ
আলাদা সুরও বলতে পারিস্

বোনার আগেই রেশমী সূতোয়
টান পড়ে যায় প্রতিবার
নকশাও ফোটানো হয় না আর
তবু যতটুকুই হলো মিথ্যা
নয় একেবারে জলো
মরূভূমিতেও ত গাছ জন্মায় বল?
কাটাগাছই, তাই সই।

প্রাণের সৃষ্টিই ত
প্রতীক ভালোবাসার

যেমন তোরটা।

তুই কোনদিন জানতেও পারবি না
জানলে তোর বুদ্ধির তুলির এক তীব্র টানে
বদলে যাবে আমার একান্ত রং এর
হেমন্তের মোড়টা।

তার চে এই ভাল।
জরার জীর্ণ ঝরাপাতা রা
ঝলসে যাক
কোন এক বিশাখা নক্ষত্রে
নকশারা শুয়ে থাকুক শীতঘুমে
তোদের সাথে
আবার দেখা
আমার দেখা
হবে অন্য কোন সঠিক মরশুমে।।

No comments:

Post a Comment