Tuesday, 26 October 2021

যদি জানতে চাই


ব‍্যালকনিতে চা খেতে খেতে 
বিকেলের সব কথা বলে দিয়েছ তাকে?
 
বা, কোন প্রবল ঝড়-বাদলের দুপুরে
ভীষন রকম ঘরকন্না করা হয়ে গেছে তোমার 
এবারকার মত?


আর কারো সাথে ভাগ করে নেবার মতন
একটু দুপুর বিকেল হবে না তোমার হাতে?


ভীষণ রকম শহুরে বাস্তববাদী
প্রয়োজন মতো বুঝে পা ফেলা তুমি 
একেবারে অকারণে অপ্রয়োজনে
কারো সাথে আর বসতে পারবে না দু দন্ড
তার খুব প্রিয় কোন গানের সাথে?

সেই পিয়ানোর সুরটার সাথে যেটা বাজছিল
সেই সেবার শীতের শেষ রাতে
তোমারি শহরে
তোমাকে না পাবার রাতে?

যে সুর সে রাত থেকে তার কান মনপ্রাণে
গ্রথিত হয়ে গেছে নিছকই সে
গান পাগল বলে নয়,
তোমার সাথে দেখা হবার
শেষ সুযোগ সময়টুকুও
মুঠো থেকে ঝরে যাবার
মর্মান্তিক অসহায়তার মুহূর্তের
সাথী হয়েছিল বলে


তার পাশে এজন্মে কোনদিনও কি আর
বসা হবে না তোমার 
তার অসুন্দর রূপ অনুর্বর বুদ্ধি 
আর বড্ড সেকেলে মন মাথাটার পাশে
তীব্র বুদ্ধির চৌখশ তোমাকে 
মানাবে না আর
সেই  প্রথমবারের মত?

বৃষ্টিভেজা রাতের ম‍্যানহাটনের রাস্তায় 
আর কখনও নেবে না তাকে 
ডালাসের তূলোপেঁজা আকাশে
তোমার দেশের সেই অদ্ভুত শান্ত ঝিলের পাশে
নীল সবুজের নীরব ভীড়ে 
যেখানে পাখিরাও চুপ থাকে
জানি কিসের নিয়ম মেনে
ঠিক তোমারই মতো...


তোমাকে ছাড়া তোমাকে নিয়ে 
মনের জীবন কাটে তার
তোমার প্রথম আসার নতুন শীতের
স্মৃতিতে তোলপাড় 
সে জানেনা পরজন্মে
দেখা হবে কি না তুমি হবে কার

এবারে কি তার কিছুই পাবার নেই??
জানতে চাইলে শ্রোতার গুমোট লাগে
ঘরের হাওয়ায় ভাসে
বাসী গন্ধ সেই

আর যদি আপন দুঃখ সে 
ভাগ না করে তোমার সাথে
সদা খুশী পেতে চাওয়া সুখী 
তোমাকে সে না জড়ায় আপন বিষাদে

নৈঃশব্দের প্রাচীর ভেঙে কি আসবে তুমি
একটা সূর্য‍্যাস্তে হাত রাখবে হাতে?

রূপ আর জাগতিকতার উর্দ্ধে 
তোমার সাঁঝবাতির রূপকথা
আর কথার নির্ভূল নিখুঁত বাঁধনে
নিজেকে হারিয়ে ফেলা
একমাত্র বিলাসিতা ছিল যার

তার বন্দরে তোমার কথার জাহাজ
ভিড়াবে আরেকটিবার?

এক ছটাক মায়ায়
লজ্জা সংকোচ অহংকার আমিত্ববোধ

ধুয়ে যায় তার 
তীব্র দহন রাগ অভিমান 
বাস্তবিকতার বোধ

শোন না!
তার খুব ইচ্ছা করে জানতে
তোমার হৃদপিণ্ডটাকে আষ্টেপৃষ্ঠে
জড়িয়ে আঁকড়ে ধরে.....

কি ভাবছ তুমি?

ইচ্ছা তার বুকের ভিতর প্রবল দুর্ণিবার 
খুব চেনা সেই আপন মতো
তোমাকে ফিরে পাবার


কাঁচের দেয়াল ভেঙ্গে 
জমাট বাঁধা সব বাধা
করে দিয়ে ছারখার 
সামনে এসে দাঁড়াবে 
প্রথম দেখার সেই পুরনো পথের বাঁকে?
তিনটে হলদে সবুজ পাতা
আসুক না কোন জীর্ণ বিবর্ণ শাখে

পরনো ক‍্যানভাসে
আজো যার অসম্পূর্ণ ছবি ভাসে
সে আর কেউ নয়
সে শুধুই তুমি
সেই তুমুল তুমুল তুমি!!!



Friday, 10 September 2021

SIRIUS STAR | রুদ্র বা মৃগব‍্যাধ নক্ষত্র

SIRIS 🌟
মৃগব‍্যাধ। বৈদিক জ‍্যোতিষশাস্ত্রে এই নক্ষত্রের নাম রূদ্র অর্থাৎ শিব। এটি মধ‍্য বা শেষ রাতের আকাশে কালপুরুষ নক্ষত্রমন্ডলের কালপুরুষের কোমরবন্ধনীর সমান্তরাল রেখায় নীচের দিকে প্রতক্ষ‍্য করতে পারা বিভিন্ন বর্ণ বিচ্ছুরণকারী সবচেয়ে উজ্জ্বল তারা। এটিকে RAINBOW STAR ও লা হয়। পুরাণে এই নক্ষত্রকে নিয়ে অনেক কাহিনী বর্নিত আছে। 

It's the sky's brightest star! Plus, anyone familiar with the constellation Orion can simply draw a line through Orion's Belt to find this star. ... Sirius is behind the sun as seen from Earth in Northern Hemisphere summer. In late summer, it appears in the east before sunrise, near the sun in our sky

(Sirius (/ˈsɪriəs/) is the brightest star in the night sky. Its name is derived from the Greek word Σείριος (Seirios, lit. 'glowing' or 'scorching'). The star is designated α Canis Majoris, Latinized to Alpha Canis Majoris, and abbreviated Alpha CMa or α CMa. With a visual apparent magnitude of −1.46, Sirius is almost twice as bright as Canopus, the next brightest star. Sirius is a binary star consisting of a main-sequence star of spectral type A0 or A1, termed Sirius A, and a faint white dwarf companion of spectral type DA2, termed Sirius B. The distance between the two varies between 8.2 and 31.5 astronomical units as they orbit every 50 years.[25]... #Wikipedia )

Captured with my mobile camera on 7th September 2021, at 4:41 A.M.

Sorry for the low quality of the video as I had to  capture this only with the device in my hand.. i,e my mobile.

Just couldn't resist. 😊🌟

Thursday, 20 May 2021

বিলম্বিত উনিশে মে

ভুলে গেছি উনিশে মে
এবার এমন হলো
মহামারীর বাজার ভারী ভোলায়
মায়ের চোখের জল ও?

মাতৃভাষা অশ্রুসিক্ত 
স্নিগ্ধ পরশ তাহার
না জানি কে তাহারে
কখন করে প্রহার

লাজ লাগে বাঙালিদের
ডাকতে মা বলতে মাতৃভাষা 
বাংলা টা ঠিক আসে না মুখে 
জয় আই অসম ঠাসা

উনিশে মে বিস্মৃতিতে
ভুলিনা লাচিত দিবস
বিজাতীয় রাজনীতিতে
অন্তরাত্মা বিবশ

ক্ষমো মোদের বীর একাদশ
লহো সহস্র প্রণাম
বঙ্গচেতনা অন্ধ ঘুমে
এখনো মধ‍্যযাম ।।






Saturday, 13 February 2021

ধৃত



মন যখন বিবশ বিকল
আত্মমোহে অন্ধ
সন্দেহের ঘেরাটোপে
জানলা দরজা বন্ধ 

সূর্য‍্যটাকে রাখছে ঢেকে
দিয়ে চোখে আঙুল চাপা
বলছে দিন নেই তো কোথাও 
কি অন্ধকার বাবা

গঙ্গাজলে কত পোকা
কি দূষিত যে
লোকে বলে পাপহরা
বোঝে নি বোকারা
আসলে নোংরা জল
পড়ে গেছে ধরা

হু হু বাবা আমি পড়তে জানি
ধরতে জানি 
কে আমার মত পারে?
সে নিজেই পড়ল ধরা
কে বোঝায় তারে 

May Almighty Forgive!!

প্রার্থনা

হে গোপীনাথ মধুসূদন 
শান্ত কর মন
সংসার গরলে সে
দংশিত অনুক্ষণ

জানি সবই কৃতকর্ম
বিগত জন্মের পাপ
কালকের কালো ছায়া
আজকে ফেলছে ছাপ

মূঢ় অন্ধ জীবাত্মা
কর্মফলে ভারী
মুক্তি কিংবা শক্তি দাও
মুকুন্দ মুরারী

দৃষ্টি আছে নেই জ‍্যোতি
হৃদয়ে হলাহল
চারিদিকে বিষবাষ্পের
অশ্রাব‍্য কোলাহল

হয় করে দাও অন্ধ বধির
নয় করে দাও জড়
মন-মস্তিষ্কে ভীষণ প্রলয়
হালটা তুমিই ধর।।

Tuesday, 26 January 2021

প্রেম বনাম ভালোবাসা

প্রেম জিনিসটা খুবই রগরগে। সহজে উৎপন্ন হওয়া উত্তেজনাময় আকর্ষণভিত্তিক চঞ্চল সুখী এডভেঞ্চার, যার তীব্রতা চরম আর স্থায়িত্ব ক্ষণজীবী, প্রত‍্যাখ‍্যানে উগ্র বেশীরভাগ ক্ষেত্রে।
এবং অহংকার, হিংসা, লোভ, চাহিদা, ঘৃণা, স্বার্থপরতার উর্দ্ধে নয়। মন উঠে গেলে মন নূতন ঠিকানা ঠিকই খুঁজে নেয়।

ভালোবাসার গতি ধীর। সাবলীল ও স্নেহশীল গতি। দেনা পাওয়ার হিসাবে কাঁচা। সময় নিয়ে বোঝাপড়া নিয়ে গড়ে ওঠা একটা আন্তরিক মায়ার বাঁধন। যার শিকড় ছড়িয়ে পড়ে মননের গভীর থেকে গভীরতর স্তরে। সুখের স্বার্থ সেখানে গৌণ। ভালবাসতে পারার শান্তিই মনকে আগলায় ইতিবাচক চিন্তন নিয়ে। প্রত‍্যাখান সেখানে দুঃখ আনলেও ঘৃণা ও প্রতিহিংসার আগুন প্রত‍্যাখানকারীকে জ্বালিয়ে খাক করতে চায় না। আর মন? একাকি হয়ে যাবার পড়েও পুরোনো মুখটাই আঁকা রয়ে যায় মনের ক‍্যানভাসে। ভালবাসা সেই ক‍্যানভাসকে কখনও ফিকে হ'তে দেয় না, ঝেড়েমুছে যত্নে ধরে রাখে মনের মনিকোঠায় ছবির মানুষটা বদলে দূরে সরে হারিয়ে যাবার পরেও। তারও পরে। আরও পরেও। অ___নে____ক পরেও। মনে থাকে তিক্ত অভিজ্ঞতা গুলো। কিন্তু মন মনে রাখে ভাল সময়টাকে। অতীতের কোন ভাল মূহুর্তকে সে নূতন করে বাঁচে, তাকে ছাড়াই তাকে ভেবে। কোন পুরোনো মজার স্মৃতিচারণে মানুষ একাই হেসে ফেলে, তারপর হাসতে হাসতেই কেঁদে ফেলে চটক ভেঙ্গে বাস্তবে ফিরে। অনেকটা মা চলে যাবার পরেও মায়ের শাড়ীতে মায়ের গন্ধ খোঁজার মত কষ্টের, সুখের, কষ্টের।
মন সেখানে বাতিল হবার পরেও নিঃস্বার্থ। মঙ্গলকামী।

ভালোবাসার অত গভীরতা, অত মায়া, অত ধৈর্য্য, অত সুনিপুন স্থায়িত্বের সহনশীলতা প্রেমের কোথায়??
তবে হ‍্যাঁ, যদি প্রেম সেই সীমান্ত স্পর্শ করতে পারে তখন তারও নাম হতে পারে ভালোবাসা।

তা না হলে,
প্রেম সমুদ্রতটে বালিতে লেখা নাম, যা এক পলেই ছোট ঢেউয়ে ধুয়ে যায়।

আর ভালোবাসা,
পাথরের বুকে খোদাই করা নাম, যা পাথর ফেটে গেলেও বা শ‍্যাওলায় ঢাকা পড়লেও ঠিক রয়ে যায়।

প্রেমে সহস্রবার পড়া যায়। ভালোবাসায় নয়।

Romance is temporary.
Love is permanent.

Romance is an emotional feeling of love for, or a strong attraction towards another person, and the courtship behaviors undertaken by an individual to express those overall feelings and resultant emotions. In romance, when one is out of sight he/she is out of mind. Romance is loud & demanding.

Love encompasses a range of strong and positive emotional and mental states, from the most sublime virtue or good habit, the deepest interpersonal affection, to the simplest pleasure. In love, things end, but memories stay alive..ever. Love is calm, subtle & self-abnegating.

Romance fells for you...
Love grows for you with affection...little by little......