সাপিনী তোর বেণীতে আবার বিষের খেলা!
আবার আগুন ছড়ালি তুই, আবার ধরালি জ্বালা !
ওরে, কেন ভাবিস তুই দুনিয়াটা বোকা?
কেউ কেউ তোর ছলেবলে খাচ্ছে সের্ফ ধোঁকা!
পড়লে প্রেমেঅসার মাথা, কাজ করে মন।
মন মজিলে প্রাচীন বুলি বিষ্ঠা ও চন্দন ॥
হয়ত তাদের , আমার সবার হয় একই দশা,
নেশার ঘোরে হারায় দিশা, বুদ্ধি সর্বনাশা॥
তবে কিনা এখন আমি ,
এক আধটু বুঝতে জানি ....
বুঝি তোর চলন বলন,
মিস্টি বুলিতে বিষের খেলন!
করছিস তুই কাকে ধাওয়া,
দিয়ে সবার চোখে ধোঁয়া?
এত ভীড় থাকতে তাকে,
কেন খুঁজিস সকল বাঁকে?
আগুনপাখি উন্মাদিনী!
কেউ না চিনুক আমি চিনি।
নষ্ট মেয়ে খুঁজিস নাগর
তল্লাশি তোর সারা শহর!
তার তরে সাজ ধরে
তা ও তারই মতো করে !
কি করতে চাস্ , ভালই জানি
তাকে বুঝি করবি খুন ই!!
কি করছিস্, এখন হালে...
ফেলতে তারে নিজের জালে?
জানি আমি সবই জানি ।
ফাঁদ পেতেছিস অন্তর্জালে॥
No comments:
Post a Comment